ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাল্যবিয়েকে ‘না’ বলার শপথ

প্রকাশিত: ০৪:৩৩, ১৬ জুলাই ২০১৮

 বাল্যবিয়েকে ‘না’ বলার শপথ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে ‘মাদক ও বাল্য বিয়েকে’ না বলার শপথ করালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক। তিনি রবিবার দুপুরে যশোর জেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে এই শপথবাক্য পাঠ করান। জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আনিসুর রহমান, মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মঞ্জুরুল হাফিজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুন্নবী। অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক বলেন, মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এই মাদকের বিরুদ্ধে সমাজের সকলকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
×