ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুটি পাওয়ার প্লান্টের শেয়ার কিনবে ইউনাইটেড পাওয়ার

প্রকাশিত: ০৪:২৪, ২ জুলাই ২০১৮

দুটি পাওয়ার প্লান্টের শেয়ার কিনবে ইউনাইটেড পাওয়ার

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন (ইউপিজিডি) কোম্পানি নতুন ২টি পাওয়ার প্লান্টের শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে একটি ১৯৫ মেগাওয়াট এবং অপরটি হচ্ছে ৫৩ মেগাওয়াট পাওয়ার প্লান্ট। বুধবার কোম্পানির ৮৫তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানিটি ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেডের (ইউএইএল) ৯২ দশমিক ৪১ শতাংশ শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে। এই শেয়ার অভিহিত মূল্যে কেনা হবে। ১৯৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কোম্পানিটি সরকারি বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে গঠিত। অপর প্রতিষ্ঠান ইউনাইটেড এনার্জি লিমিটেডের (ইউইএল) ৫৩ মেগাওয়াট পাওয়ার প্লান্ট। যা শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্যের (এনএভি) ভিত্তিতে কেনার সিদ্ধান্ত হয়েছে। এই প্লান্টটি আশুগঞ্জের চর চারতলায় অবস্থিত। কোম্পানি সূত্র বলছে, এই ২ পাওয়ার প্লান্ট কেনার প্রক্রিয়াসহ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ক্লিয়ারেন্স নেয়া হবে আগামী ১ জুলাই থেকে। এছাড়া নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কমপ্লায়েন্স পরিপালনসহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বিশেষ সাধারণ সভা করা হবে। যার তারিখ ও রেকর্ড ডেট পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ৮০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ৩৯৯ কোটি ২৩ লাখ ৯০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ৩৯ কোটি ৯২ লাখ ৩৯ হাজার ১৬৮টি। এর মধ্যে পরিচালনা পর্ষদের কাছে রয়েছে ৯০ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬ দশমিক ৪৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩ দশমিক ৫৬ শতাংশ শেয়ার। তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ১৮) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৮ পয়সা। এর আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ৭৭ পয়সা। আর গত ৯ মাসে (জুলাই, ১৭-মার্চ, ১৮) ইপিএস হয়েছে ৮ টাকা ৪১ পয়সা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৮ টাকা শূন্য ৫ পয়সা। ৩১ মার্চ শেষে কোম্পানির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৭ টাকা ৭১ পয়সা।
×