ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী ক্রিকেট সিরিজ

সিরিজ জিতল বাংলাদেশ

প্রকাশিত: ০৫:২৩, ৩০ জুন ২০১৮

সিরিজ জিতল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম টি২০তে ৪ উইকেটে জেতার পর দ্বিতীয় টি২০তেও ৪ উইকেটে জিতল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তাতে করে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলকে এক ম্যাচ আগেই সিরিজে হারাল। তিন ম্যাচের টি২০ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল। রবিবার সিরিজের তৃতীয় টি২০তে আইরিশদের হারাতে পারলেই হলো। আইরিশদের হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ। প্রথম টি২০ হয়েছিল বৃহস্পতিবার। জাহানারা আলমের (৫/২৮) দুর্দান্ত বোলিংয়ের পর নিগার সুলতানার (৪৬) ব্যাটিং নৈপুণ্যে আইরিশদের করা ১৩৪ রান টপকে ৬ উইকেটে ১৩৫ রান করে জিতে বাংলাদেশ। শুক্রবারই দ্বিতীয় টি২০ অনুষ্ঠিত হয়। ডাবলিনের মালাহিদের দ্য ভিলেজ মাঠের ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিং করে আয়ারল্যান্ড ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ১২৪ রান করে। জাহানারা (২/১৫) এদিনও অসাধারণ বোলিং নৈপুণ্য দেখান। জাহানারার সঙ্গে নাহিদা আক্তার (২/১৮) বোলিংয়ে ছন্দ খুঁজে পেলে আইরিশরা বিপাকে পড়ে। স্বাগতিক দলের ওপেনার সিসিলিয়া জয়েস তবুও ৬০ রান করে দেখান। জবাব দিতে নেমে ওপেনার শামিমা সুলতানা ৫১ ও ফারজানা হকের ৩৬ রানে জয় মিলে বাংলাদেশের। দুইজন মিলে যে দ্বিতীয় উইকেট জুটিতে ৭৫ রানের জুটি গড়েন, সেখানেই এগিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৯.১ ওভারে ১২৫ রান করে জিতে বাংলাদেশ। ৬ বলে জিততে যখন ৬ রান দরকার তখন ২০তম ওভারের প্রথম বলেই সানজিদা ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান। সানজিদা অপরাজিত ১১ রান করেন। এশিয়া কাপ জেতার পরই ধারণা করা হয়েছিল আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি কঠিন হবে না। সেই সঙ্গে সামনে যে টি২০ বিশ্বকাপের বাছাইপর্ব রয়েছে সেটিতেও দাপট দেখাবে বাংলাদেশ নারী ক্রিকেটাররা। আইরিশদের বিপক্ষে দাপট দেখালও। এখন সামনে আইরিশদের হোয়াইটওয়াশ করে হল্যান্ডে টি২০ বিশ্বকাপে খেলতে নামার পালা। আয়ারল্যান্ড থেকে হল্যান্ডে গিয়ে শুরুতেই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে দল। ৫ জুলাই স্কটল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি হবে। এরপর টুর্নামেন্টে খেলা শুরু করবে। ৭ জুলাই থেকে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হবে। সেইদিনই পাপুয়া নিউগিনির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলার পরদিনই স্বাগতিক হল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। মাঝপথে একদিন বিরতি দিয়ে ১০ জুলাই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লড়াই করবেন সালমা, রুমানা, জাহানারা, কুবরারা। এটিই গ্রুপপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ। আট দল বাছাইপর্বে খেলবে। দুটি গ্রুপ রয়েছে। বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘এ’তে। যে গ্রুপে পাপুয়া নিউগিনি, হল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত রয়েছে। গ্রুপ ‘বি’তে আছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও উগান্ডা। পয়েন্ট তালিকায় দুই গ্রুপের সেরা চার দল সেমিফাইনালে খেলবে। গ্রুপের সেরা দুই দলের একটি হতে পারলেই সেমিফাইনাল খেলার সুযোগ মিলবে। সেমিফাইনাল দুটি হবে ১২ জুলাই। সেমিফাইনাল জিতলেই ফাইনালে খেলবে বাংলাদেশ। ফাইনালে খেললেই নবেম্বরে অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপে খেলার সুযোগ মিলে যাবে বাংলাদেশের। এই বিশ্বকাপের বাছাইপর্ব খেলার আগে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের নৈপুণ্য দুর্দান্ত হচ্ছে। এ নৈপুণ্য আরও আত্মবিশ্বাসী করে তুলবে বাংলাদেশ নারী ক্রিকেটারদের। স্কোর ॥ দ্বিতীয় টি২০ আয়ারল্যান্ড ইনিংস ॥ ১২৪/৮; ২০ ওভার (জয়েস ৬০, ডেলানি ২০, কাভানাগ ১৫*; জাহানারা ২/১৫, নাহিদা ২/১৮)। বাংলাদেশ ইনিংস ॥ ১২৫/৬; ১৯.১ ওভার (শামিমা ৫১, আয়েশা ৭, ফারজানা ৩৬, নিগার ৫, রুমানা ২, সানজিদা ১১*, ফাহিমা ২, জাহানারা ১*)। ফল ॥ বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।
×