ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দর্শনায় ১৩টি অবৈধ স্বর্ণের বারসহ একজন যাত্রী আটক

প্রকাশিত: ০১:৩০, ২৯ জুন ২০১৮

দর্শনায়  ১৩টি অবৈধ স্বর্ণের বারসহ একজন যাত্রী আটক

নিজস্ব সংবাদদাতা,চুয়াডাঙ্গা ॥ ভারতে যাওয়ার আগে চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে ১কেজি ৪৬৬ গ্রাম ওজনের ১৩টি অবৈধ স্বর্ণের বারসহ একজন যাত্রীকে আটক করেছে যশোর বেনাপল শুল্ক গোয়েন্দার সদস্যরা। আজ শুক্রবার দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়। আটক দেলোয়ার হোসেন (৫১) ফরিদপুর জেলার বোয়লমারী উপজেলার চারবাড়ীয়া গ্রামের মরহুম ওমেত শেখের ছেলে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর যশোর বেনাপোল সার্কেলের রাজস্ব কর্মকর্তা ছবি রাণি দত্ত জানান, স্বর্ণ পাচারের খবর পেয়ে এদিন তারা দর্শনার জয়নগর ইমিগ্রেশন চেকপোষ্টে অবস্থান করছিলো। এসময় দুপুর ২টার দিকে ভারতে যাওয়ার উদ্দ্যেশে আসা দেলোয়ার হোসেনকে আটক করে তার ব্যাগ তল্লাশী করে ব্যাগের হাতলের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৩টি অবৈধ র্স্বণেরবার উদ্ধার করা হয়। উদ্ধারকরা স্বর্ণেরবারের ওজন ১কেজি ৪৬৬গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৭২ লাখ টাকা। তিনি আর জানান, এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
×