ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোটরসাইকেল না পেয়ে দগ্ধ যুবকের মৃত্যু

প্রকাশিত: ০৫:৩৩, ২৯ জুন ২০১৮

মোটরসাইকেল না পেয়ে দগ্ধ যুবকের মৃত্যু

সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ২৮ জুন ॥ পরিবারের কাছে মোটরসাইকেল চেয়ে না পেয়ে নিজ শরীরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দগ্ধ যুবক মারা গেছে। ঘটনাটি ঘটেছে বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের কামারহেলা গ্রামে। নিহত যুবক ওমর মোল্লা কামারহেলা গ্রামের মোঃ আজিজার মোল্যার ছোট ছেলে বলে জানা গেছে। গুনবহা ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, পরিবারের কাছে ওমর মোল্লা মোটরসাইকেল কিনে দেয়া প্রস্তাব দেয়। এই নিয়ে পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল। পরিবার থেকে তাকে মোটরসাইকেল দিকে অস্বীকার করে। এ বিষয়টি নিয়ে অভিমান করে ওমর ২২ জুন নিজ শরীরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। তাকে বোয়ালমারী হাসপাতালে পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়। নিহতের পিতা আজিজার মোল্লা জানান, কর্মের সন্ধানে ঢাকা গিয়ে একটি বেসরকারী কোম্পানিতে কাজ করত। সেখানে ভালভাবে চলতে না পারায় বাড়িতে চলে আসে ওমর। তিনি আরও জানান, ওমর একটি মোটরসাইকেল কিনে দিতে বলেছিল। তা দিয়ে ভাড়ায় চালিয়ে সংসার চালাতে চেয়েছিল। কিন্তু অর্থের অভাবে আমি তাকে সেটি কিনে দিতে পারিনি। নিহত ওমর মোল্লার স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে।
×