ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মহাপ্রকাশ মঠে জগদ্বন্ধুসুন্দরের স্মরণোৎসব

প্রকাশিত: ০৫:৩৩, ২৯ জুন ২০১৮

মহাপ্রকাশ মঠে জগদ্বন্ধুসুন্দরের স্মরণোৎসব

স্টাফ রিপোর্টার ॥ মহাবতার শ্রীশ্রীপ্রভু জগদ্বন্ধুসুন্দরের ১৪৮তম আবির্ভাব স্মরণোৎসব-২০১৮ উপলক্ষে রাজধানীর টিকাটুলির জগদ্বন্ধু মহাপ্রকাশ মঠে তিনদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, আলোচনাসভা, পদাবলী কীর্তন, অধিবাস কীর্তন, অষ্টপ্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম কীর্তন ও অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী মহানাম মহাকীর্তন, চৌদ্দমাদলে আরতি কীর্তন এবং প্রসাদ বিতরণ। আজ অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী মহানাম মহাকীর্তন, দ্বি-প্রহরে ভোগরাগ ও প্রসাদ বিতরণ। রাতে চৌদ্দমাদল আরতি কীর্তন অনুষ্ঠিত হবে। কুঞ্জভঙ্গ, নগরকীর্তন, জলকেলী আয়োজনের মধ্য দিয়ে শনিবার তিনদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। প্রতিবাদ মঙ্গলবার ঢাকার একটি দৈনিক পত্রিকায় ‘এখনো বাইরে মাদকের ৪৫ গডফাদার’ নামক শিরোনামে প্রকাশিত খবরে খিলগাঁও থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, সবুজবাংলা সোস্যাল অর্গনাইজেশন নামক মাদক ও সন্ত্রাসবিরোধী সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক এবং একটিভ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান মোঃ নূর মোহাম্মদের নাম উল্লেখ করার জন্য আমরা খিলগাঁও থানা জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উল্লেখ্য, নূর মোহাম্মদের নামে শুধু খিলগাঁও থানা নয়, বাংলাদেশের কোন থানায় কিংবা অন্য কোন আইন প্রয়োগকারী সংস্থার নিকট মাদক সংক্রান্ত কোন সংশ্লিষ্টতার অভিযোগ নেই। -বিজ্ঞপ্তি
×