ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

প্রকাশিত: ০৫:৩১, ২৯ জুন ২০১৮

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে সি ব্লকের দ্বিতীয় তলায় জাতীয় অধ্যাপক ডাঃ এম আর খান শ্রেণী কক্ষে প্যাডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের “পোস্ট সেলফ এ্যাসেসমেন্ট ইমপ্রুভমেন্ট প্ল্যান” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া। কর্মশালায় উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ সাহানা আখতার রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী আসগর মোড়ল, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডাঃ অসীম রঞ্জন বড়ুয়া, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডাঃ চৌধুরী ইয়াকুব জামাল, শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ এস এম বজলুল করিম, আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×