ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে বিজ্ঞানমেলা

প্রকাশিত: ০৪:২৮, ২৭ জুন ২০১৮

মুন্সীগঞ্জে বিজ্ঞানমেলা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যত- এ সেøাগানকে সামনে রেখে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞানমেলা এবং জাতীয় অলিম্পিয়াড সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পালিত হয়েছে। মঙ্গলার বিকেল ৪টায় লৌহজং উপজেলার প্রশাসনের আয়োজনে উপজেলার হলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ পুরস্কার বিতরণ করা হয়। লৌহজং উপজেলার নির্বাহী অফিসার মোঃ মনির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার সোহেল হায়দার খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মোঃ জাহাঙ্গীর, কৃষি সম্পসারণ কর্মকর্তা আবু সাঈদ প্রমুখ। ম্যুরাল উন্মোচন স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের ৯৩ জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে নগরীর উপশহর এলাকার শহীদ কামারুজ্জামান সরকারী কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, নগর সভাপতি ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সমাজসেবী শাহিন আকতার রেণী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি আনিকা ফারিহা জামান অর্ণা।
×