ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজধানীতে পাঠাও চালক ইয়াবাসহ আটক

প্রকাশিত: ২০:৪৬, ২৪ জুন ২০১৮

রাজধানীতে পাঠাও চালক ইয়াবাসহ আটক

স্টাফ রির্পোটার ॥ রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। এ সময় আটক করা হয়েছে রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও চালক, কলেজছাত্রসহ চার যুবককে। আজ রবিবার বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান। তিনি জানান, কক্সবাজারের উখিয়া থেকে মাদকের একটি বড় চালান ঢাকার উত্তরায় নিয়ে আসা হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। এ সময় উত্তরা ১২ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের ১১ নম্বর বাড়ির (নির্মাণাধীন সপ্তম তলা) দ্বিতীয় তলার একটি রুমে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। আটকরা হলেন কক্সবাজারের উখিয়া কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ইফতেখারুল ইসলাম (২৫), উত্তরার একটি ভবন নির্মাণ প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষী অলি আহম্মেদ (২৪)। অলির বাড়িও উখিয়া থানার রাজাপালং গ্রামে। কক্সবাজারের চকরিয়ায় অবস্থিত শরীফ ফার্মাসিউটিক্যালসের মেডিকেল ইনফরমেশন অফিসার মোস্তফা কামাল ও রাজধানীর পাঠাও চালক রানা আহমেদ রাজু। জিজ্ঞাসাবাদের পর আটকদের কাছে মজুদ থাকা ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয় একটি মোটরসাইকেল ও নয়টি মোবাইল ফোন। আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাব-৩-এর অধিনায়ক।
×