ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সঙ্কট ॥ সেবা ব্যাহত

প্রকাশিত: ০৪:২৮, ২৩ জুন ২০১৮

 আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সঙ্কট ॥ সেবা ব্যাহত

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২২ জুন ॥ আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার অভাবে স্বাস্থ্যসেবায় বিপর্যয় সৃষ্টি হয়েছে। উপজেলার ৫ ইউনিয়ন ও একটি পৌরসভার ২ লাখ অধিবাসীর চিকিৎসায় এ হাসপাতালটিতে গত ৬ মাস ধরে বিশেষ ব্যবস্থাপনায় ১ ডাক্তার দিয়ে কোন রকমে চিকিৎসাসেবা চালু রাখা হয়। এরপর ১ সপ্তাহ পূর্বে আর একজন ডাক্তার দিয়ে কোন রকমে হাসপাতালটিতে চিকিৎসা দেয়া হচ্ছে। বিশেষ ব্যবস্থাপনায় আনা ডাক্তারের মেয়াদ শেষ হওয়ায় তাকেও মাস খানেকের মধ্যে বিদায় নিতে হবে। এ অবস্থায় হাসপাতালটিতে চিকিৎসাসেবা চালু রাখা মারাত্মক সঙ্কটে ফেলেছে। আটঘরিয়া উপজেলা ৩১ শয্যার হাসপাতালে ১১টি ডাক্তারের পদ থাকলেও বর্তমানে ২ ডাক্তার দিয়ে কোন রকমে চিকিৎসা দেয়া হচ্ছে। ৬ মাস পূর্বে ১১ জন ডাক্তারই অন্যত্র চলে যাওয়ায় এ পদগুলো শূন্য হয়। এরপর সিভিলসার্জন অফিস থেকে বিশেষ ব্যবস্থাপনায় একজন ডাক্তার এনে হাসপাতাল চালু রাখা হয়। জানা গেছে, এ হাসপাতালটিতে প্রতিদিন সাড়ে ৩শ’ চিকিৎসা নিতে আসা রোগীদের ভিড়ে একজন ডাক্তারের পক্ষে চিকিৎসা দেয়া সম্ভব না হওয়ায় গত এক সপ্তাহ পূর্বে অপর আরেকজন ডাক্তারকে পোস্টিং দেয়া হয়। বর্তমানে ২ ডাক্তার দিয়ে কোন রকমে রোগীদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তবে বিশেষ ব্যবস্থাপনায় আনা ডাক্তারের মেয়াদ প্রায় শেষ হওয়ায় তাকেও অন্যত্র চলে গেলে হাসপাতালটিতে সঙ্কট সৃষ্টি হচ্ছে। আবার বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় অনেক রোগীকেই পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। কিন্তু দরিদ্র রোগীদের পক্ষে পাবনায় এসে চিকিৎসাসেবা নেয়া কঠিন হয়ে পড়েছে। এ ব্যাপারে আটঘরিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আবুল হোসেন জানান, ১১ চিকিৎসকের কাজ ২ জন দিয়ে চালানো দুঃসাধ্য হয়ে পড়েছে। এ ব্যাপারে সিভিলসার্জন অফিসকে জানানো হয়েছে। অবিলম্বে এ হাসপাতালটিতে ডাক্তার নিয়োগ না দেয়া হলে চিকিৎসাসেবা চালু রাখা সম্ভবপর হবে না বলে তিনি জানান। আটঘরিয়া পৌর মেয়র মোঃ শহিদুল ইসলাম রতন জানিয়েছেন, ডাক্তারের অভাবে উপজেলা হাসপাতালটিতে চিকিৎসাসেবা প্রদান ব্যাহত হচ্ছে। তিনি সিভিলসার্জনকে এ বিষয়টি জানিয়েছেন। এলাকাবাসী অবিলম্বে হাসপাতালটিতে ডাক্তার পোস্টিং দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
×