ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রকৌশল অফিসে টাকার ভাগ নিয়ে হাতাহাতি

প্রকাশিত: ০৪:২৩, ২২ জুন ২০১৮

 প্রকৌশল অফিসে  টাকার ভাগ নিয়ে হাতাহাতি

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২১ জুন ॥ বগুড়ার আদমদীঘি উপজেলা প্রকৌশল অফিসে উপরি টাকার ভাগ বাটোয়ারা নিয়ে হিসাব কর্মকর্তা ও পিয়নের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঠিকাদার সূত্রে জানা গেছে, আদমদীঘি উপজেলা প্রকৌশলীর অফিসে দীর্ঘ এক যুগেরও বেশি চাকরি করে আসছেন হিসাব বিভাগের কর্মকর্তা গোলাম মওলা। এ সুযোগে তিনি ঠিকাদারদের নানাভাবে জিম্মি করে মোটা অঙ্কের উপরি টাকা আয় করেন এবং তা একাই ভোগ করে থাকেন। এ নিয়ে অফিসের পিয়নের মধ্যে ক্ষোভ দানা বাঁধে। সেই ক্ষোভ প্রকাশ হয়ে পড়ে বৃহস্পতিবার। এ দিন আব্দুল জব্বার নামক এক পিয়ন ওই হিসাব কর্মকর্তার নিকট অর্জিত উপরি টাকার ভাগ দাবি করে। এ নিয়ে উভয়ের মধ্যে বাগ্বিত-া শুরু হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ বিষয়ে হিসাব কর্মকর্তা গোলাম মওলার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে স্বীকার করলেও তা উপরি টাকার ভাগ বাটোয়ারা নয়, ব্যক্তিগত বিষয় নিয়ে ঘটেছে বলে দাবি করেন। পিয়ন আব্দুল জব্বারের মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া পাওয়া যায়। এ বিষয়ে প্রকৌশলী আব্দুল মতিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সময় মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায় থাকা কারণে ঘটনাটি জানেন না বলে জানিয়েছেন।
×