ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

গাজায় হত্যাযজ্ঞ

জাতিসংঘে নিন্দা প্রস্তাবে ইসরাইলের বিরুদ্ধে ভোট দিল ১২০ দেশ

প্রকাশিত: ০৪:৪২, ১৫ জুন ২০১৮

  জাতিসংঘে নিন্দা প্রস্তাবে ইসরাইলের বিরুদ্ধে  ভোট দিল  ১২০ দেশ

জনকণ্ঠ ডেস্ক ॥ গাজায় ইহুদিবাদী ইসরাইলের হত্যাযজ্ঞের বিরুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে বুধবার বিপুল ভোটে একটি নিন্দা প্রস্তাব পাস হয়েছে। বিশ্বের ১৯৩টি সদস্য দেশের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১২০টি দেশ এবং বিপক্ষে ভোট দিয়েছে মাত্র আটটি দেশ। ৪৫টি সদস্য ভোট দেয়া থেকে বিরত ছিল। খবর প্রেসটিভির। প্রস্তাবে ৬০ দিনের মধ্যে অধিকৃত ভূখ-ে ফিলিস্তিনীদের নিরাপত্তা, সুরক্ষা এবং তাদের কল্যাণ নিশ্চিত করার উপায় এবং আন্তর্জাতিক পন্থা খুঁজে বের করতে জাতিসংঘের মহাসচিব এ্যান্তোনিও গুতেরেসের প্রতি আহ্বান জানানো হয়েছে। এছাড়া, প্রস্তাবে গাজা উপত্যকার ভেতরে এবং বাইরে ফিলিস্তিনীদের অবাধে চলাচলের ওপর ইসরাইল যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা অবসানেরও আহ্বান জানানো হয়েছে। গাজা উপত্যকার অধিবাসীরা গত ৩০ মার্চ থেকে নিজেদের ভূমিতে ফেরার জন্য গাজা সীমান্তে ইসরাইল বিরোধী বিক্ষোভ মিছিল করে আসছে। এসব বিক্ষোভ মিছিলে ইসরাইলী বাহিনীর হামলায় এ পর্যন্ত ১৩১ ফিলিস্তিনী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১৩ হাজার ৯০০ জন। চলতি জুন মাসেই গাজা উপত্যকা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা কুয়েতের একটি প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দেয়ার পর ওই প্রস্তাবের পক্ষের দেশগুলো বিষয়টি সাধারণ পরিষদে তোলে।
×