ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

ঈদে গান ও মিউজিক ভিডিও প্রকাশ করেছে লেজারভিশন

প্রকাশিত: ০৫:২২, ১৪ জুন ২০১৮

   ঈদে গান ও মিউজিক ভিডিও প্রকাশ করেছে  লেজারভিশন

স্টাফ রিপোর্টার ॥ ঈদ মানে আনন্দ। আর এই আনন্দের মধ্যে শ্রোতাদের বাড়তি এক আনন্দ বয়ে আনে সঙ্গীত। বর্তমান সময়ে দেশের অডিও বাজারে চলছে চরম মন্দা। তা সত্ত্বেও প্রতিবছর ঈদের সময়ে অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো নতুন নতুন গান শ্রোতাদের উপহার দেয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে এবারও কয়েকটি অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গান ও মিউজিক ভিডিও প্রকাশ করেছে। বাংলাদেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন। শ্রোতা-দর্শকদের চাহিদাকে সামনে রেখে প্রতিষ্ঠানটি এবারের ঈদে প্রকাশ করেছে গান ও মিউজিক ভিডিও। তাদের প্রকাশিত এ্যালবাম ও গানগুলো হচ্ছে-বেলাল খান ফিচারিং প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী উপমার কণ্ঠে গাওয়া গান ‘তোমার অভাব’। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সঙ্গীতায়োজন করেছেন এম এ রহমান এবং মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন খান মাহি। জনপ্রিয় কণ্ঠশিল্পী এম এইচ রিজভী ও বিউটির দ্বৈত কণ্ঠে গাওয়া গান ‘নিশি ভোর’। ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর করেছেন লুৎফর হাসান এবং সঙ্গীতায়োজন করেছেন অয়ন চাকলাদার। জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ ও পূজার দ্বৈত কণ্ঠে গাওয়া গান ‘ধার ধারিনা’। ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর করেছেন ফাজবির তাজ এবং সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী ওয়াহিদ জামান অনি’র কণ্ঠে ‘মোহনা’। গানটির কথা ও সুর করেছেন ওয়াহিদ জামান অনি নিজেই এবং সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান সাজ্জাদ। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন আল হারুন। কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক মশিউর বাপ্পীর কণ্ঠে ‘আড়ালে’। শামিম সাফির কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন মশিউর বাপ্পী নিজেই। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন কাজী ইমরান হাসান। জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবীর গান ‘ছুঁই না ছুঁই’। আ স ম মাসুমের কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। কণ্ঠশিল্পী মাসুদ খান ও মৌমিতা তাসরিন নদীর দ্বৈত কণ্ঠে গান ‘পাগলামী’। গানটির সুর ও সঙ্গীত করেছেন আরিফুল ইসলাম মামুন এবং সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সাজিন খান। কণ্ঠশিল্পী প্রিয়াংকার কণ্ঠে ‘এক পৃথিবী ভালোবাসা’। গানটির কথা লিখেছেন জহুর কবির ও সুর করেছেন অভি আকাশ এবং সঙ্গীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ। ভিডিওটি নির্মাণ করেছেন খান মাহি। কণ্ঠশিল্পী শাহরীদ বেলালের রোমান্টিক আধুনিক গান ‘এটা কি প্রেম’। গানটির কথা ও সুর করেছেন শাহরীদ বেলাল নিজেই এবং সঙ্গীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন খান মাহি। কণ্ঠশিল্পী কে আর কাসফি ও বৃষ্টির গান ‘কোথাও তুমি নাই’। গানটির কথা,সুর ও সঙ্গীত করেছেন আভরাল সাহির। জনপ্রিয় কণ্ঠশিল্পী পান্থ কানাইয়ের কণ্ঠে ‘কতনা স্বপনে’। ওমর ফারুক বিশালের কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন অমিত কর। জনপ্রিয় কণ্ঠশিল্পী স্বরলিপি’র কণ্ঠে ‘একলা হতে ভয়’। সুলতানা শিরিন সাজির কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন অমিত কর। জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান ও আতিয়া আনিশা’র দ্বৈত কণ্ঠে গান ‘যদি একদিন’। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইমরান নিজেই। বাণিজ্যের ভীষণ প্রতাপে উচ্চকিত গানের তান্ডবে আবহমান শুদ্ধ বাংলা গান আজ সংশয়ে কম্পমান। এই অস্থিতার ভেতর থেকেও বাংলা গানের বিপুল সম্ভারকে শ্রোতার কাছে পৌঁছে দিতে চায় বেঙ্গল ফাউন্ডেশন। বাংলা গানের বিপুল সম্ভারকে সুশীল শ্রোতাগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে এই ঈদে বেঙ্গল ফাউন্ডেশন প্রকাশ করেছে নতুন কিছু গান। জনপ্রিয় সংগীতশিল্পী এবং প্রতিশ্রুতিশীল তরুণ শিল্পীদের কণ্ঠে ধারণ করা চিরায়ত বাংলাগানের প্রকাশিত এ্যালবামগুলো হলো-‘ধরলা নদীর পারে’। রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে ভাওয়াইয়া গান। যন্ত্রানুষঙ্গ পরিচালনা দূর্বাদল চট্টোপাধ্যায়। এ্যালবামটিতে সংকলিত গানের তালিকা ‘ও কি ও বন্ধু কাজল ভ্রমরা’, ‘ও কি গাড়িয়াল ভাই’, ‘ফান্দে পড়িয়া বগা’, ‘বাপুই চেংড়া রে’, ‘আজি কিবা কথা কইনেন’, ‘বাওকুমটা বাতাস যেমন’, ‘ও মোর সোনার কন্যারে’, ‘রাগ করেন না সোনার কন্যা’, ‘দিন চারিক্ তোর বসত্ করা রে’ ও ‘গোলাম ডাংগালু রে’। চন্দনা মজুমদারের কণ্ঠে রাধারমণের গান নিয়ে এ্যালবাম ‘প্রাণবন্ধু বিহনে’। যন্ত্রানুষঙ্গ পরিচালনা দূর্বাদল চট্টোপাধ্যায়। এ্যালবামের গানগুলো হলো-‘জলে যাইয়ো না গো রাই’, ‘আমি কৃষ্ণ কোথায় পাই’, ‘শ্যাম তুমি আও না কেনে’, ‘আমার প্রাণ যায় প্রাণবন্ধু বিহনে’, ‘বিপদ ভঞ্জন মধুসূধন নামটি’, ‘এমন মায়ার কান্দন’, ‘শ্যাম দেও আনিয়া বৃন্দে’, ‘যাও রে ভ্রমর উড়িয়া’, ‘আমারে বন্ধুয়ার মনে নাই’ ও ‘ভ্রমর কইয়ো গিয়া’। শিমু দের কণ্ঠে রবীন্দ্রনাথের গান ‘তোমায় আমায় মিলে’। যন্ত্রানুষঙ্গ পরিচালনা হিমাদ্রী শেখর। এ্যালবামে আছে-‘পুরানো জানিয়া চেয়ো না’, ‘কেন আমারে পাগল করে যাস’, ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘কে বসিলে আজি হৃদয়াসনে’, ‘আমি তোমায় যত শুনিয়েছিলেম গান’, ‘যাবার বেলা শেষ কথাটি যাও বলে’, ‘ফুল বলে, ধন্য আমি মাটির ’পরে’, ‘তোমার হল শুরু’। সুস্মিতা দেবনাথ শুচি এবং মোহিত খানের কণ্ঠে নজরুলের গান ‘নয়নের সেই সাধ’। যন্ত্রানুষঙ্গ পরিচালনা দূর্বাদল চট্টোপাধ্যায়। এ্যালবামটিতে সুস্মিতা দেবনাথ শুচি গেয়েছেন ‘উচাটন মন ঘরে রয় না’, ‘সখি সাজায়ে রাখ্লো’, ‘মনে পড়ে আজ’, ‘একি অসীম পিয়াসা’। মোহিত খান কণ্ঠ দিয়েছেন ‘শাওন আসিল ফিরে’, ‘বরষা ঐ এলো বরষা’, ‘মেঘ-বরণ কন্যা থাকে’, এবং ‘এ কোন মায়ায় ফেলিলে আমায়’। দ্বৈতকণ্ঠে তাঁরা ইিবেদন করেছেন ‘তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়’। অভয়া দত্তের কন্ঠে রবীন্দ্রনাথের গান ‘আলোক মালার সাজে’। যন্ত্রানুষঙ্গ পরিচালনা দূর্বাদল চট্টপাধ্যায়। এ্যালবামে গানের তালিকা- ‘আমি যে আর সইতে পারি নে’, ‘বাজিল, কাহার বীণা মধুর স্বরে’, ‘আজি এ নিরালা কুঞ্জে’, ‘বজাও রে মোহন বাঁশি’, ‘ওগো কিশোর, আজি তোমার দ্বারে’, ‘দূরদেশী সেই রাখাল ছেলে’, ‘দিনশেষের রাঙা মুকুল জাগল চিতে’, ‘আমার একটি কথা বাঁশি জানে’। শুক্লা পাল সেতুর কণ্ঠে রবীন্দ্রনাথের গান ‘কাছে যবে ছিল’। যন্ত্রানুষঙ্গ পরিচালনা প্রত্যূষ বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথের ৮টি গান রয়েছে এতে। ‘খেলাঘর বাঁধতে লেগেছি’, ‘তুমি যে আমারে চাও’, ‘আজ সবার রঙে রঙ মিশাতে হবে’, ‘আমি এলেম তারি দ্বারে’, ‘কাছে যবে ছিল’, ‘এখনো তারে চোখে দেখি নি’, ‘আমি রূপে তোমায় ভোলাব না’ এবং ‘আমার এ পথ’। প্রাপ্তিস্থান: আজিজ সুপার মার্কেটে সুরের মেলা, সুর কল্লোল, প্যাপিরাস; শাহবাগে পাঠক সমাবেশ; নিউমার্কেট-সংলগ্ন গানের ডালি; এলিফ্যান্ট রোডে গানের ভুবন; বসুন্ধরা শপিং কমপ্লেক্সে গীতাঞ্জলি; বনানী ও ধানম-ি অরণ্য ক্রাফট্স; বেঙ্গল বই, ১/৩ লালমাটিয়া, ব্লক ডি; ধানম-ি রাপা প্লাজা হলিউড; বেইলি রোডে সাগর পাবলিশার্স; গুলশান-১ কুমুদিনী হ্যান্ডিক্রাফট্স; চট্টগ্রাম বাতিঘর ও লালখান বাজারে রাগেশ্রী; সিলেট বইপত্র জিন্দাবাজার ও অন্যান্য বিক্রয়কেন্দ্রে। ঈদে সর্বাধিক চমক নিয়ে এবার হাজির হচ্ছেন দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর। প্রকাশ হয়েছে তার বেশ কিছু অডিও এবং ভিডিও। বিভিন্ন অডিও কোম্পানি থেকে এসব গান প্রকাশ হয়েছে। শুধু তাই নয়, বেশ কিছু চমকে পরিপূর্ণ মিউজিক ভিডিও রয়েছে প্রকাশের তালিকায়। আসিফের নিজের কোম্পানি আর্ব এন্টারটেনমেন্টের ব্যানারেও প্রকাশ হচ্ছে বেশ কিছু ঈদের গান। এরই মধ্যে নিউ ভিশন বিডি নামক একটি কোম্পানি আত্মপ্রকাশ করেছে আসিফের ঈদের গানের মাধ্যমে। ‘দুই দুবার’ শিরোনামের এ গানটিতে আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছেন কলকাতার গায়িকা জেমি ইয়াসমীন। এ গানের ভিডিওতে মডেল হয়েছেন আসিফ ইমরোজ ও আফ্রি। সেভেনস টিউন থেকে প্রকাশ হয়েছে আসিফের একক গানের মিউজিক ভিডিও ‘কসম’। এ গানে তার মডেল হিসেবে কাজ করেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নেয়া এভ্রিল। ঈদের অন্যতম বড় গান হিসেবে ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ হয়েছে আসিফ-কর্নিয়ার দ্বৈত গান ‘একবার ছুঁয়ে যা হৃদয়’। সৈকত নাসিরের পরিচালনায় এ গানটিতে পারফর্ম করেছেন আসিফ ও কর্নিয়া। বাংলা ঢোল থেকে ঈদ উপলক্ষে প্রকাশ হয়েছে আসিফ আকবরের মিউজিক ভিডিও ‘ঈদ মুবারাক’। হাসান মতিউর রহমানের কথা ও সুরে এর সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। এর বাইরে আসিফের নিজস্ব ইউটিউব চ্যানেলে ঈদ উপলক্ষে প্রকাশ হয়েছে মারজুক রাসেলের কথা ও সুরে ‘বকবক টগবগ’ শিরোনামের গান। গানটির সঙ্গীতায়োজন করেছেন জেকে মজলিশ। একই চ্যানেল থেকে প্রকাশ হয়েছে আসিফের আরও একটি নতুন গান ‘মেয়ে তুমি কই’। সুহৃদ সুফিয়ানের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন আহমেদ হুমায়ুন। অন্যদিকে সিডি চয়েজের ব্যানারে প্রকাশ হবে আসিফ আকবরের আরও একটি নতুন গান। ‘মনটা নরম করো না’ শিরোনামের এ গানটির সুর করেছেন মোহাম্মদ মিলন। এর বাইরে আরও প্রায় এক ডজন নতুন গানের কাজ এরই মধ্যে শেষ করেছেন আসিফ। নিজের ঈদের গান প্রসঙ্গে এ সঙ্গীত তারকা বলেন, আসলে আমি কাজে বিশ্বাসী। কাজের মধ্যে থাকলে আমার শরীর ও মন দুটোই ভালো থাকে। সেদিক থেকে এ বছর অনেক কাজ করেছি। বেশিরভাগ সময় ব্যস্ত ছিলাম নতুন গান রেকর্ডিং ও মিউজিক ভিডিওর শূটিংয়ে। শ্রোতারা এ বছর এরই মধ্যে আমার গাওয়া গানগুলো সাদরে গ্রহণ করেছেন। ঈদ উপলক্ষে বেশ কিছু চমকে ভরপুর গান প্রকাশ হয়েছে ও ঈদের আগ পর্যন্ত হবে। আমি আশাবাদী গানগুলো নিয়ে। কারণ প্রতিটি গানেরই কথা ও সুরে ভিন্নতা খুঁজে পাবেন শ্রোতারা। আর ভিডিওগুলোও দর্শক উপভোগ করবেন বলে আমার বিশ্বাস। এ ছাড়া সিডি চয়েচ, জি সিরিজ, সঙ্গীতা, সাউন্ডটেকসহ বেশ কিছু প্রযোজনা থেকে এবার ঈদে বেশ কিছু গান ও মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে।
×