ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হঠাৎ ট্রাম্পের সঙ্গে কেন দেখা করলেন কার্দাশিয়ান

প্রকাশিত: ২১:৪০, ৩১ মে ২০১৮

হঠাৎ ট্রাম্পের সঙ্গে কেন দেখা করলেন কার্দাশিয়ান

অনলাইন ডেস্ক ॥ খোলামেলা ছবি আর জীবনাচারের জন্য বিখ্যাত কিম কার্দাশিয়ান সম্প্রতি দেখা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। কারাবন্দি ৬৩ বছর বয়সী এক নারীর মুক্তির বিষয়ে আলাপ করার জন্যই ট্রাম্পের সঙ্গে দেখা করেন তিনি। মাদক সংক্রান্ত অপরাধে অভিযুক্ত হয়ে দুই দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দী রয়েছেন অ্যালিস ম্যারি জনসন নামে ওই নারী। কিম কার্দাশিয়ান এ বিষয়টি নিয়ে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গেও কয়েক মাস ধরে কথা বলে আসছেন। জনসনের মেয়ে ট্রাম্পের সাথে কিমের বৈঠকের বিষয়টি বিবিসিকে নিশ্চিত করেছেন। বৈঠক শেষে ট্রাম্প টুইটারে বলেন, ‘তাদের মধ্যকার বৈঠকটি চমৎকার হয়েছে।’ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রথম জনসনের বিষয়ে জানতে পারেন কিম কার্দাশিয়ান। এরপর তিনি বিষয়টি নিয়ে তার আইনজীবীর সঙ্গে কথা বলেন। গতকাল ছিল জনসনের জন্মদিন। সেটিও পরে এক টুইটে কার্দাশিয়ান জানান। মাদক বিক্রেতা ও পরিবেশকদের কাছে বার্তা প্রেরণের অভিযোগে ১৯৯৬ সালে আটক হন জনসন। পরে তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত। কারাগারের অনাথশালা ছাড়াও বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন তিনি। জনসনের ক্ষমা পাওয়ার বিষয়টি সম্পূর্ণই প্রেসিডেন্টের ব্যক্তিগত বিষয়। তিনি ইচ্ছে করলে তাকে ক্ষমা করতে পারেন, আবার না-ও করতে পারেন। তবে ট্রাম্পের সাথে কার্দাশিয়ানের বৈঠকের পর এটাই এখন দেখার বিষয়...প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে কী সিদ্ধান্ত নেন। সূত্র: বিবিসি।
×