ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সিলেটে নদীতে নিখোঁজ দু’জনের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৬:৪৪, ৩০ মে ২০১৮

সিলেটে নদীতে নিখোঁজ দু’জনের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে নিখোঁজ এক বাংলাদেশী ও এক ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ৪ দিন আগে আকস্মিক পাহাড়ী ঢলে জাফলং এলাকা থেকে এই দুই ব্যক্তি নিখোঁজ হন। মঙ্গলবার সকাল ১০টার দিকে গোয়াইনঘাট উপজেলার জাফলং কান্দুবস্তি এলাকায় লাশ দুটি পিয়াইন নদীতে ভেসে ওঠার খবর পাওয়ার পর বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। তাদের মধ্যে একজন হলেন- কিশোরগঞ্জের ব্রাহ্মণকুটুরি গ্রামের আসাদ মিয়ার ছেলে জাফলংয়ের পাথর শ্রমিক রাজীব (২২) ও অপরজন ভারতের ডাউকি এলাকার সুনপেডেং গ্রামের গসলিবুট সেংক্রোসের ছেলে ইস্পাইন লামিন (৩০)। জানা গেছে, গত ২৫ মে জাফলংয়ে ঘুরতে আসা ভারতীয় পর্যটকদের গাইড হিসেবে এসেছিলেন ভারতের ইস্পাইন লামিন। জাফলং কান্দুবস্তি এলাকায় বোমা মেশিনে কর্মরত ছিল পাথর শ্রমিক রাজীব। এ সময় হঠাৎ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে দুজন নিখোঁজ হয়ে যায়। সে সময় অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায়নি। মঙ্গলবার কান্দুবস্তি এলাকায় মরদেহ দুটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। কুড়িগ্রামের ৪ দোকান ভস্মীভূত স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম, ২৯ মে ॥ সদরের মোগলবাসায় সরকার মার্কেটে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। জানা যায়, সোমবার রাত সোয়া তিনটার দিকে মোগলবাসা ইউনিয়ন পরিষদ সংলগ্ন সরকার মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
×