ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ৪৪ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৬:২৪, ৩০ মে ২০১৮

ব্লক মার্কেটে ৪৪ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫ কোম্পানির ৪৪ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- গ্রামীণফোন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মাসিটিক্যাল, স্টাইল ক্রাফট এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন লিমিটেড। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের। ব্লকে কোম্পানির ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়। জানা যায়, ব্লক মার্কেটে মঙ্গলবার ৫ কোম্পানির মোট ১৭ লাখ ১৫ হাজার ৪০০টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৪৪ কোটি ৪২ লাখ ৯০ হাজার টাকা। এর মধ্যে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১০ লাখ শেয়ার ২৪ কোটি ৩০ লাখ টাকায় লেনদেন হয়। এরপরেই রয়েছে স্কয়ার ফার্মাসিটিক্যাল। এ কোম্পানির আজ ৫ লাখ শেয়ার ১৪ কোটি ৫০ লাখ টাকায় লেনদেন হয়। এ ছাড়া গ্রামীণফোনের ৫০ হাজার শেয়ার ২ কোটি ১৬ লাখ টাকায়, স্টাইল ক্রাফটের ৪০০টি শেয়ার ৭ লাখ টাকায় এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশনের ১ লাখ ৫০ হাজার শেয়ার ৩ কোটি ৩৯ লাখ ৯০ হাজার টাকায় লেনদেন হয়। উল্লেখ্য, সাধারণ বাজারের চেয়ে ব্লক মার্কেটের মধ্যে তফাত হলো, ব্লক মার্কেটে ক্রেতা-বিক্রেতা আগে থেকেই ঠিক করা থাকে। জনতা ইন্স্যুরেন্সের প্রতিবেদন জমার সময় বাড়ল অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত জনতা ইন্স্যুরেন্স কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দেয়ার সময় বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী ১৪ জুন পর্যন্ত কোম্পানিটির আর্থিক প্রতিবেদন জমা দেয়ার সময় দেয়া হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, জনতা ইন্স্যুরেন্স কোম্পানির অর্থবছর শেষ হওয়ার ১২০ দিনের মধ্যে বা ৩০ এপ্রিলের মধ্যে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দিতে হয়।
×