ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফেসবুক প্রধান হতে চান হিলারি

প্রকাশিত: ০৬:১৬, ২৯ মে ২০১৮

ফেসবুক প্রধান হতে চান হিলারি

ফেসবুক প্রধান হওয়ার ইচ্ছা পোষণ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। শুক্রবার হার্ভার্ডে ‘র‌্যাডক্লিফ মেডাল’ গ্রহণ করার সময় এ কথা বলেছেন ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী। ‘সমাজে পরিবর্তনের প্রভাব এনেছেন’ এমন ব্যক্তিদের এই পদক দেয়া হয়। অনুষ্ঠানে ম্যাসাচুসেটসের এ্যাটর্নি জেনারেল ও ডেমোক্র্যাট সমর্থক মাউরা হিলি ক্লিনটনকে জিজ্ঞাসা করেন, তিনি কোন প্রতিষ্ঠানের প্রধান হতে চান। কোন বিরতি ছাড়াই ক্লিনটন দ্রুত জবাব দেন ‘ফেসবুক’। এটি বিশ্বের সবচেয়ে বড় খবরের প্ল্যাটফর্ম। আমাদের দেশে বেশিরভাগ মানুষ ফেসবুক থেকে খবর পান, সত্য কি না?। ক্যামব্রিজ এ্যানালিটিকা ডেটা কেলেঙ্কারির ঘটনার পর পুনরায় গ্রাহকের আস্থা ফেরানোর চেষ্টা করছে ফেসবুক। এই কেলেঙ্কারির ঘটনায় ৮.৭ কোটি ফেসবুক গ্রাহকের তথ্য অবৈধভাবে শেয়ার করা হয়। পরবর্তীতে গোপনীয়তা এবং সেন্সরশিপ নিয়ে কংগ্রেসের সামনে জিজ্ঞাসাবাদ করা হয় ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গকে। ক্লিনটন স্বীকার করেছেন যে, ফেসবুক তাদের ‘ব্যবসায়িক মডেলের কিছু অপ্রত্যাশিত ফলাফল’ আটকানোর চেষ্টা করছে এবং এটা ‘সত্যি আমাদের গণতন্ত্রের জন্য জটিল, মানুষ যে বিষয়গুলো থেকে সিদ্ধান্ত নেয় সে তথ্যগুলো যাতে সঠিক হয়।’ এ ব্যাপারে জানতে সিনেটের পক্ষ থেকে ক্লিনটন ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করা হলে কোন মন্তব্য করেনি সংস্থাটি।-সিনেট
×