ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দুর্নীতির অভিযোগে মিয়ানমারের অর্থমন্ত্রীর পদত্যাগ

প্রকাশিত: ০৬:১৫, ২৭ মে ২০১৮

দুর্নীতির অভিযোগে মিয়ানমারের অর্থমন্ত্রীর পদত্যাগ

জনকণ্ঠ ডেস্ক ॥ দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করলেন মিয়ানমারের অর্থমন্ত্রী কিয়াও উইন। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট উইন মিন্ত একথা নিশ্চিত করেছেন। তার সরকারী ফেসবুক পেজে এক বিবৃতিতে তিনি বলেন, ‘কিয়াও কে পদত্যাগের অনুমতি দেয়া হয়েছে।’ অর্থমন্ত্রীর পদত্যাগের কোন কারণ খোলাসা করে বলা হয়নি। তবে দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে তদন্ত চলছিল বলে আগেই জানিয়েছিল স্থানীয় কিছু সংবাদমাধ্যম। -খবর ওয়েবসাইটের। চলতি মাসের প্রথম দিকে স্থানীয় সংবাদমাধ্যমগুলো খবর প্রকাশ কওে যে মিয়ানমারের দুর্নীতি দমন কমিশন কিয়াও উইনের বাড়ি তল্লাশি করেছে। কমিশনের প্রধান বলেন, অর্থমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চূড়ান্ত অবস্থায় আছে। এ বিষয়ে কিয়াও উইনের মন্তব্য নিতে চাইলেও যোগাযোগ করতে পারেনি রয়টার্স। কোন মন্তব্য করেনি সরকারী মুখপাত্রও। দুর্নীতির অভিযোগের তাই বিস্তারিত জানা যায়নি। দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা সুচি নেতৃত্বাধীন সরকার বর্তমানে অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে কঠিন সময় অতিক্রম করছে। এমন সময়ই তার পদত্যাগের খবর এলো। গত বছর সঙ্কট মোকাবেলায় মিয়ানমার অর্থ ও বিদ্যুত কর্মকর্তাদের বদলি করেছিল। এ ছাড়া রাখাইনে সৃষ্ট রোহিঙ্গা সঙ্কট নিয়ে আন্তর্জাতিক চাপে আছেন সুচি। প্রায় ৫০ বছর ধরে মিয়ানমারে সামরিক শাসনে দরিদ্রতা ও দুর্নীতিতে ছেয়ে গেছে মিয়ানমার। ২০১৪ সালে সুচি নেতৃত্বাধীন সরকার এসে এগুলো সামাল দিতে নতুন কমিশন গঠন করে।
×