ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আফগানিস্তান ক্রিকেটের মিডিয়া স্বত্ব টোটাল স্পোর্টসের

প্রকাশিত: ০৫:৫৮, ২৬ মে ২০১৮

আফগানিস্তান ক্রিকেটের মিডিয়া স্বত্ব টোটাল স্পোর্টসের

স্পোর্টস রিপোর্টার ॥ পাঁচ বছরের জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) বৈশ্বিক মিডিয়া স্বত্ব পেল টোটাল স্পোর্টস মার্কেটিং (টিএসএম)। এই সময়কালে আফগানিস্তান ক্রিকেট দলের সব আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ পর্যায়ের ক্রিকেট প্রতিযোগিতার স্বত্ব টিএসএমকে দেয়া হয়েছে। ২০১৮-২০২৩ সাল পর্যন্ত এই চুক্তির অধীনে থাকবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ সব আন্তর্জাতিক ম্যাচ (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং অন্যান্য দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক ক্রিকেট প্রতিযোগিতা) এবং অভ্যন্তরীণ ক্রিকেট প্রতিযোগিতার (স্পাগিজা এবং একদিনের জাতীয় কাপ) মিডিয়া স্বত্ব। চলতি বছরের জুনে ভারতে আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যকার ক্রিকেট সিরিজের মধ্য দিয়ে এই অংশীদারিত্ব শুরু হবে। এসিবির চেয়ারম্যান শুকরুল্লাহ আতিফ মাশাল, টোটাল স্পোর্টস মার্কেটিংয়ের সিইও মইনুল হক চৌধুরী, এসিবির সিইও শফিকুল্লাহ স্তানিকজাই, ইমপ্রেস টেলিফিল্মস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, হোস্ট ব্রডকাস্টার গাজী স্যাটেলাইট টেলিভিশনের (জিটিভি) ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফায়েজ, টপ অব মাইন্ডের সিইও জিয়াউদ্দিন আদিল এই বৈশ্বিক মিডিয়া স্বত্বের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
×