ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকদের অবরোধ

প্রকাশিত: ০৬:৩৬, ২৪ মে ২০১৮

বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকদের অবরোধ

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ২৩ মে ॥ খনি শ্রমিকদের ১৩ দফা ও ২০ গ্রাম এলাকাবাসীর ৬ দফা দাবি আদায়ে দুই পক্ষ যৌথভাবে বড়পুকুরিয়া কয়লা খনিতে বুধবার সকাল ৮ টা থেকে অবরোধ কর্মসূচী পালন করছেন। বিক্ষোভ মিছিল শেষে খনি গেটের সমাবেশে বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বলেন, ১৩ তারিখ থেকে আন্দোলনের মধ্য দিয়ে শ্রমিকদের ১৩ দফা দাবি আদায়ের জন্য আমরা আহ্বান জানিয়ে আসছি, তবে কর্তৃপক্ষ এখন পর্যন্ত সাড়া দেননি। এমনকি আলোচনা বা সমঝোতার উদ্যোগ পর্যন্তও নেননি তারা। পুনরায় আলোচনা বৈঠকের মাধ্যমে দাবি আদায়ের জন্য তারা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। অপরদিকে ২০ গ্রামবাসী সমন্বয় কমিটির পক্ষে মশিউর রহমান বুলবুল ও মিজানুর রহমান তাদের ৬ দফার পক্ষে বক্তব্যে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের সমস্যা তুলে ধরে অনতিবিলম্বে দাবি মানতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। পাওনা টাকা চাইতে গিয়ে যুবক খুন স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বালাগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হাতে এক যুবক খুন হয়েছেন। নিহত হাসান (২৫) হাসামপুর গ্রামের মৃত নজরুল ইসলামের পুত্র। এ ঘটনায় পুলিশ আজাদ (৪৩) নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হাসামপুরের নিজ দোকানে বসে থাকা হাসানের সঙ্গে একই গ্রামের আব্দুস সবুর পুতুলের ছেলে রাহির পাওনা টাকা নিয়ে বাকবিত-া হয়। এর কিছুক্ষণ পরই রাহি ধারালো ছুরি নিয়ে এসে হামলা চালায় হাসানের ওপর। উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় রাহি।
×