ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টেকনাফে রোহিঙ্গা আটক

প্রকাশিত: ০৬:৪৬, ২২ মে ২০১৮

টেকনাফে রোহিঙ্গা আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মাদ্রাসার নাম ভাঙ্গিয়ে চাঁদা আদায় করার সময় ধরা পড়েছে দুই রোহিঙ্গা। রবিবার রাতে টেকনাফ বাস স্টেশনের বিভিন্ন দোকানে মাদ্রাসার নামে চাঁদা আদায়কালে এক ব্যবসায়ীর হাতে আটক হয়েছে দুই প্রতারক রোহিঙ্গা। আটক রোহিঙ্গা আবদুল গফুর ও ফজল আহমদ স্বীকার করে বলেন, আমরা কেউ আলেম নই। মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। জুব্বা পাগড়ি পরে আলেমের লেবাস ধারণ করে নিয়মিত প্রতারণা করেছি। আমরা টেকনাফ বাহারছড়া দক্ষিণ শীলখালী গ্রামে ইসলামিয়া হোসাইনিয়া হেফজখানা ও এতিমখানা নামে চাঁদার রসিদ বই চাপিয়ে কালেকশন করছি। শিশু সহিংসতা বন্ধে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২১ মে ॥ পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে শিশুদের শারীরিক সহিংসতা বন্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলা শিশু একাডেমি ও শিশু ফোরাম। ঠাকুরগাঁও জেলা শিশু একাডেমির সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচী পালন করা হয়। পরে ‘আমিই পারি’ শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধ করতে- পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে প্রচারাভিযান কার্যক্রমের অংশ হিসেবে ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত হয় বাৎসরিক শিশু সমাবেশ ও সংলাপ এবং শিশু ফোরামের নির্বাচন। এতে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক জহুরুল ইসলাম।
×