ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে শরীরে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত: ০৬:৪৬, ২২ মে ২০১৮

কেরানীগঞ্জে শরীরে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২১ মে ॥ কেরানীগঞ্জ মডেল থানাধীন দন্ডিপুর গ্রামে শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আমেনা বেগম (২১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সোমবার ভোরে নিহতের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আমেনা বেগমের স্বামীর নাম ইসমাইল হোসেন। তিনি দীর্ঘদিন যাবত সৌদি প্রবাসী। স্থানীয়রা জানান, আড়াই বছর আগে পার্শ্ববর্তী কানারচর এলাকার সৌদি প্রবাসী ইসমাইল হোসেনের সঙ্গে আমেনা বেগমের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর ইসমাইল পুনরায় সৌদি চলে যান। এর কিছুদিন পর আমেনা বেগমের এক কন্যা সন্তান জন্ম হয়। বর্তমানে কন্যার বয়স দেড় বছর। স্বামী বিদেশ থাকায় আমেনা বাবার বাড়িতেই থাকতেন। আমেনার বাবা ইকবাল হোসেন জানান, ভোর ৬টার দিকে তিনি ঘুম থেকে উঠে নামাজ পড়ার ঘরের দরজার নিচ দিয়ে ধোয়া বের হতে দেখে এগিয়ে যান। এ সময় ঘরের দরজা ভেতর থেকে তালাবদ্ধ ছিল। পরে ঘরের দরজা ভেঙ্গে অগ্নিদগ্ধ অবস্থায় আমেনার মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২১ মে ॥ বকশীগঞ্জ পৌরসভার ধুমালীপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে তিন বছরের শিশু জুনায়েদ হাসান মারা গেছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। শিশুটি তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল। জানা গেছে, শিশু জুনায়েদ হাসান বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের লাবলু মিয়ার ছেলে। মায়ের সঙ্গে সে বকশীগঞ্জ পৌরসভার ধুমালীপাড়ায় নানা সাহেব আলীর বাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার সকাল ১০টার পর থেকে শিশু জুনায়েদ নিখোঁজ হয়। পরে দুপুর একটার দিকে সাহেব আলীর বাড়ির পাশের পুকুর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
×