ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দুবাইতে ড্রোন দিয়ে সেহরি পৌঁছে দিবে

প্রকাশিত: ০৬:১৬, ১৯ মে ২০১৮

দুবাইতে ড্রোন দিয়ে সেহরি পৌঁছে দিবে

মুসলিমদের পবিত্র রমজান মাস শুরু। রমজান মাসে রোজাদারদের কাছে ড্রোন ব্যবহার করে সেহরি পৌঁছে দেবে স্থানীয় একটি সংস্থা। দুবাই ও উম আল কুয়াইন নামক একটি সংস্থা উদ্ভাবন করেছে এই অভিনব পদ্ধতির। ৮ ব্যাটারি চালিত এ ড্রোনটি একবারে ১০ কেজি ওজনের খাবার বহন করতে সক্ষম। দুবাইয়ের এক বেসরকারী কোম্পানি শহুরে নাগরিকদের ভোর রাতে ঘরে ঘরে সেহরি পৌঁছে দিতে ড্রোন ব্যবহার করবে বলে ঠিক করেছে। বলেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন। কেন ড্রোন ব্যবহার করা হচ্ছে সে বিষয়ে ওই কোম্পানি জানিয়েছে, দুবাই শহরে স্থানীয় নাগরিকের সংখ্যা একেবারেই কম। অধিকাংশই প্রবাসী। যারা বিভিন্ন দেশ থেকে অর্থ উপার্জনের জন্য এখানে বসবাস করেন। দুবাইতে কাজের চাপের কারণে অনেক প্রবাসী রমজানে খাবার রান্না করার সময় পান না। আবার দূরে গিয়ে খাবার নিয়ে আসাও কঠিন। অর্ডারের খাবার অনেক ক্ষেত্রেই সময় মতো পৌঁছায় না। সে ক্ষেত্রে ড্রোন অভিনব একটি সমাধান। যা সময়মতো নির্দিষ্ট স্থানে খাবাড় পৌঁছাতে সক্ষম।
×