ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উন্নত দেশ গড়তে বিদ্যুত খাতে ৮২ বিলিয়ন ডলার প্রয়োজন ॥ নসরুল হামিদ

প্রকাশিত: ০৫:৩৪, ১৪ মে ২০১৮

উন্নত দেশ গড়তে বিদ্যুত খাতে ৮২ বিলিয়ন ডলার প্রয়োজন ॥ নসরুল হামিদ

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সক্ষমতা বৃদ্ধি এবং একাগ্র প্রচেষ্টা বাংলাদেশের উন্নয়নের অন্যতম নিয়ামক। নেতৃত্ব ও সময়োচিত সিদ্ধান্ত বাংলাদেশের ইতিবাচক অবস্থান সৃষ্টি করেছে। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিশাল কর্মযজ্ঞ চলছে তার জন্য বিদ্যুত খাতে প্রয়োজন ৮২ বিলিয়ন ৫ মিলিয়ন মার্কিন ডলার, যেখানে ইতোমধ্যে ২২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে। প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের কেমব্রিজের হার্ভার্ড লয়েব হাউসে ফ্লোরিডার ইন্টারন্যাশনাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (আইএসডিআই), হার্ভার্ড কেনেডি স্কুলের সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং হার্ভার্ড লক্ষ্মী মিত্তাল সাউথ এশিয়া ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত বাংলাদেশ রাইজিং শীর্ষক সম্মেলনের ‘মানব সম্পদ উন্নয়নে বিদ্যুত’ সেশনে বক্তব্যকালে এসব কথা বলেন।
×