ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রবিউলের ভবিষ্যত অন্ধকার

প্রকাশিত: ০৪:৩২, ১২ মে ২০১৮

রবিউলের ভবিষ্যত অন্ধকার

স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, এবারের এসএসসি পরীক্ষায় জেলার বানারীপাড়া উপজেলার গাভা মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েও অর্থাভাবে লেখাপড়াই অনিশ্চিত হয়ে পড়েছে দিনমজুরের মেধাবী ছেলে রবিউল ইসলামের। বানারীপাড়া সদর ইউনিয়নের নরেরকাঠি গ্রামের ভূমিহীন অসুস্থ দিনমজুর দুলাল হাওলাদারের ছেলে রবিউল ইসলাম ২০১৫ সালে একই বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছিল। রবিউলের পিতা দীর্ঘদিন থেকে শারীরিকভাবে অসুস্থ থাকায় তাদের অভাবের সংসার চলছিল নুন আনতে পান্তা ফুরায় অবস্থায়। নিজের অদ্যম ইচ্ছায় নিজের পড়াশুনার পাশাপাশি গ্রামের শিক্ষার্থীদের প্রাইভেট পড়িয়ে উপার্জিত অর্থ দিয়েই লেখাপড়ার খরচ ও সংসার চালিয়েছে রবিউল। রবিউলের ছোট ভাই জিয়াউল ইসলাম নরেরকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মেধাবী ছাত্র। ক্লাসে তার (জিয়াউল) রোল নাম্বার এক। রবিউলের দরিদ্র পরিবারের দুই ছেলের লেখাপড়ার খরচ চালানো অসম্ভব হয়ে পড়ায় মেধাবী দুই ছেলের ভবিষ্যত শিক্ষা জীবন নিয়ে দরিদ্র বাবা-মা মহাদুশ্চিন্তায় পড়েছেন।
×