ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গণপিটুনিতে চোর নিহত

প্রকাশিত: ০৪:২৯, ১২ মে ২০১৮

গণপিটুনিতে  চোর নিহত

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ১১ মে ॥ জয়পুরহাটে ইয়াছিন আলী (৬০) নামের এক চোর গণপিটুনিতে মারা গেছে। পুলিশ, এলাকাবাসী ও জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত প্রায় ২টায় সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের বনখুর গ্রামের ইয়াছিন আলীসহ ৩/৪ জন চোর জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের ঘাসুরিয়া গ্রামের আব্দুল হাকিমের বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এ সময় বাড়ির লোকজন টের পেলে ইয়াছিন আলীকে ধাওয়া করে ধরে ফেলে, বাকিরা পালিয়ে যায়। পরে গণপিটুনিতে সে মারত্মক আহত হয়। তাকে ভোর ৬টায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেল ৪টায় সে মারা যায়। পুরানাপৈল ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত জানান, মৃত ইয়াছিন আলী এলাকায় ইয়াছিন চোর হিসেবে পরিচতি। দোগাছী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার আকবর আলী জানান, ঘাসুরিয়া গ্রামের অব্দুল হাকিমের বাড়িতে চুরি করতে প্রবশ করলে জানাজানি হলে চোরেরা পালাবার সময় ইয়াছিন ধরা পড়ে।
×