ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট

প্রকাশিত: ০৬:৫০, ১১ মে ২০১৮

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার ॥ প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট ন্যাশনাল রাউন্ডের ফাইনালে উঠেছে সুনামগঞ্জের জুবিলি হাইস্কুল আর পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজ। মৌলভী বাজারে টানা বৃষ্টির কারণে রিজার্ভ ডে’তেও শেষ হয়নি জাতীয় চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল। টস ভাগ্যে ফাইনাল নিশ্চিত করেছে সিলেট বিভাগের চ্যাম্পিয়ন দল সুনামগঞ্জের সরকারী জুবিলি হাইস্কুল। মৌলভী বাজার জেলা স্টেডিয়ামে আগের দিন শুরু হওয়া ম্যাচে টস জিতে সানশাইন গ্রামার স্কুলের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩১ ওভারে ৫ উইকেটে ১৫২ রান তুলে সুনামগঞ্জের সরকারী জুবিলি হাইস্কুল। বৃষ্টির বাধায় আগেরদিন এরপর আর কোন বল গড়ায়নি। বৃহস্পতিবারও কোন সুখবর ছিল না। টানা বর্ষণের কারণে শেষ পর্যন্ত আর খেলা হয়নি। টুর্নামেন্টের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী টস ভাগ্যে জয়ী হয় সুনামগঞ্জের জুবিলি হাইস্কুল। দলের পক্ষে ৫৮ রান করা জোয়েব মামুন ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন। বৃষ্টির কারণে এই ভেন্যুর ২ কোয়ার্টার ফাইনালও প- হয়। টস ভাগ্যে নির্ধারিত হয় ২ সেমিফাইনালিস্ট। এদিকে বৃষ্টির বাধা শেষে টাঙ্গাইলে অবশ্য হয়েছে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের অন্য সেমিফাইনাল। যেখান বৃষ্টি আইনে রংপুর বিভাগের চ্যাম্পিয়ন দল চেহেল গাজী শিশু নিকেতন স্কুল এ্যান্ড কলেজকে ৫ উইকেটে হারিয়েছে রাজশাহী বিভাগের সেরা বগুড়ার পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজ। জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে বগুড়া পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজ আর সুনামগঞ্জের সরকারী জুবিলি হাইস্কুল। এই ম্যাচের হোস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
×