ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পঞ্চম ব্যাচের যাত্রা শুরু গ্রামীণফোন এ্যাক্সিলেরেটরে

প্রকাশিত: ০৫:১৮, ৭ মে ২০১৮

পঞ্চম ব্যাচের যাত্রা শুরু গ্রামীণফোন এ্যাক্সিলেরেটরে

জিপি হাউজে এক অনুষ্ঠানের মাধ্যমে রবিবার গ্রামীণফোন এ্যাক্সিলেরেটর (জিপিএ)-এর ৫ ব্যাচকে চার মাসব্যাপী কর্মসূচীতে স্বাগত জানানো হয়েছে। ২০১৫ তে চালু হওয়া এই কর্মসূচীর মাধ্যমে এই ব্যাচে আগে আরও ২১টি স্টার্টআপকে সহায়তা দেয়া হয়েছে। গ্রামীণফোন সিইও মাইকেল ফোলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অতিথিদের জিপিহাউজে স্বাগত জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে অনেক তরুণ প্রতিভা আছে যাদের সাফল্য লাভের জন্য সামান্য সহযোগিতা দরকার, জিপি একসেলেরেটর হচ্ছে সেই সহযোগিতা। তিনি আরও বলেন যে, গ্রামীণফোন এ রকম অসাধারণ একটি কর্মসূচীর সঙ্গে জড়িত থাকায় তিনি আনন্দিত। ৫ম ব্যাচের জন্য জিপি একসেলেরেটর দুই সপ্তাহে ১০০০-এর বেশি আবেদন পেয়েছিল। একটি কঠিন বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ৩৫টি প্রতিষ্ঠানকে ২ দিনব্যাপী বুট ক্যাম্পে আমন্ত্রণ জানানো হয় এবং এদের মধ্যে থেকে ১৫টি স্টার্টআপকে নির্বাচন করা হয় আরও যাচাই, মুখোমুখি সাক্ষাতকার এবং পিচ প্রেজেন্টেশনের জন্য তীব্র প্রতিযোগিতার পর ৫টি প্রতিশ্রুতিশীল স্টার্টআপকে জিপি একসেলেরেটর ৫ম ব্যাচের জন্য নির্বাচন করা হয়। -বিজ্ঞপ্তি
×