ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লালকার্ড খেয়ে বিএনপি তো আগেই বিতাড়িত ॥ নানক

প্রকাশিত: ০৮:১৫, ২৯ এপ্রিল ২০১৮

লালকার্ড খেয়ে বিএনপি তো আগেই  বিতাড়িত ॥  নানক

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক বলেন, সরকারকে হলুদ ও লাল কার্ড দেখানোর ব্যপারে বিএনপির এক নেতার বক্তব্যের জবাবে বলেন, এই নির্বাচনের জয়-পরাজয় নিয়ে বিএনপি যে বিষয়টি বলেছে, যে সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হয়ে আমাদের হলুদ কার্ড ও জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে লাল কার্ড দেখাবে। আসলে ওনারাই তো লাল কার্ড খেয়ে মাঠ থেকে বিতাড়িত হয়ে গেছেন। ওনারাই ওনাদের হলুদ কার্ড দেখাচ্ছেন। বিএনপির রাজনীতির প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। বিএনপির রাজনীতির আর প্রয়োজন নেই। তিনি শনিবার গাজীপুরে জেলা আওয়ামী লীগের এক যৌথসভায় যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। গাজীপুর সিটি নির্বাচন উপলক্ষে সিটির সীমান্তবর্তী কালিয়াকৈরের মৌচাকের নুরবাগের মন্ত্রী-এমপি এবং দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে জেলা আওয়ামী লীগের এক যৌথ সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক। সভায় আগামী ১৫ মে গাজীপুর সিটি নির্বাচনের নানা কৌশল নিয়ে আলোচনা করা হয়। এতে মহানগর আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগ যৌথভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতা আহাম্মদ হোসেন, বাহাউদ্দিন নাছিম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মৃণাল কান্তি দাস, অসিম উকিল, আফজাল হোসেন, সিমিন হোসেন রিমি এমপি, আখতারুজ্জামান, জেলা আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন সবুজ, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন সিকদার, মুরাদ কবীর, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, জেলা আওয়ামী লীগ নেতা মোশরাফ সিকদার, আমীর হামজা, আব্দুল হাকিম, শাহ আলম প্রমুখ। সভায় জানানো হয়, গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে বিজয়ী করতে গাজীপুর সিটির ৫৭ ওয়ার্ডের জন্য ১১৬ কমিটি গঠন করা হয়েছে। ১০ সদস্যের প্রতিটি কমিটি গত ২৪ এপ্রিল থেকে এ নির্বাচনী এলাকায় নৌকার প্রতীকে জাহাঙ্গীর আলমের পক্ষে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছে। তারা ভোট গ্রহণ পর্যন্ত নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন।
×