ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মালিককে জীবননাশের হুমকি

প্রকাশিত: ০৬:৩৫, ২৯ এপ্রিল ২০১৮

মালিককে জীবননাশের হুমকি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়া থেকে মাসিক ভাড়ায় নিয়ে ছিনতাইকারীরা একটি নোয়া প্রাইভেট গাড়ি মালিককে ফেরত দিচ্ছে না বলে জানা গেছে। মাসিক ভাড়া প্রদান দূরের কথা মালিকানা বদল করতে উল্টো অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ি মালিকের কাছ থেকে ননজুডিশিয়াল স্ট্যাম্পে দস্তখত নেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অসহায় গাড়ি মালিক উখিয়ার থাইংখালীর নুরুল আবছার কক্সবাজার সদর থানায় জিডি ও পরবর্তী অভিযোগ দিয়েছেন। তৎপরতা চালিয়েও গাড়িটি উদ্ধার করতে পারেনি পুলিশ। জানা যায়, উখিয়ার থাইংখালী এলাকার হাজী আবদুছ সালামের পুত্র ব্যবসায়ী নুরুল আবছার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির নিয়মমতে গত ১৪ জানুয়ারি ঢাকার উত্তরা মামা-ভাগিনা কার ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী মুস্তাফিজুর রহমানের কাছ থেকে ১৩ লখ ৬০ হাজার টাকা মূল্যে একটি নোয়া গাড়ি ক্রয় করেন। পরে চট্টগ্রামের হালিশহর এলাকার আমির আহমদ, টেকনাফের ইছহাক ও ভুলু গাড়িটি এক মাসের জন্য ভাড়ায় নেয়। মেয়াদ শেষে মাসিক ভাড়া আদায় এবং নিজ গাড়িটি ফেরত আনতে গেলে তাদের সঙ্গে গাড়ি মালিকের বাগবিত-া হয়। গাড়িটি আত্মসাত করতে তারা গাড়ির মালিক নুরুল আবছারকে মেরে ফেলার হুমকি দেয়। এতে তিনি ওই ব্যক্তিদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় জিডি করেন। এদিকে গাড়ি ছিনতাইকারীদের বিরুদ্ধে জিডি করার খবরে ক্ষিপ্ত হয়ে ওঠে তারা। পরে আমির আহমদের স্ত্রী ফাতেমা বেগম গাড়ির মালিক নুরুল আবছারকে কক্সবাজার শহরে এসে গাড়ি নিয়ে যেতে ফোন করেন। সরল বিশ্বাসে গত শুক্রবার গাড়ি নিতে এসে টাকা ও গাড়ির বদলে অস্ত্র দেখে বিপাকে পড়েন তিনি। অস্ত্রের মুখে জিম্মি করে তারা গাড়ি মালিকের কাছ থেকে জোরপূর্বক ননজুডিশিয়াল খালি স্ট্যাম্পে দস্তখত নিয়ে মারধর ও কোন ধরনের মামলায় গেলে হত্যা শেষে লাশ গুম করার হুমকি দিয়ে ছেড়ে দেয়। এ ব্যাপারে তিনি আইনানুগ সহায়তার জন্য শুক্রবার কক্সবাজার সদর থানায় এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কাছে অভিযোগ দিয়েছেন। কক্সবাজার সদর মডেল থানার ওসি বলেন, অভিযোগ মতে বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
×