ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রক্তাক্ত মেছোবাঘ উদ্ধার

প্রকাশিত: ০৪:৩৩, ২৮ এপ্রিল ২০১৮

রক্তাক্ত মেছোবাঘ উদ্ধার

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ চৌগাছার চান্দাগা গ্রামের কতিপয় ব্যক্তি নিরীহ বন্যপ্রাণী বিরল প্রজাতির একটি মেছোবাঘকে মারপিট করে রক্তাক্ত জখম করেছে। তাদের বেধড়ক পিটুনির ফলে মেছোবাঘটির ডান পা ও মুখ আঘাতপ্রাপ্ত হয়। মুখ দিয়ে রক্ত ঝরতে দেখা গেছে। বাঘটির কথা জানতে পেরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় আনে। এ সময় উৎসুক জনগণ বাঘটি দেখার জন্য ছুটে আসে। বিকেলে আঘাতপ্রাপ্ত বাঘটি আদালতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ফুলসারা ইউনিয়নের চান্দাগা গ্রামের মাঠের মধ্যে কড়ই গাছের ডালে মেছোবাঘটি এক ব্যক্তি দেখেন। পরস্পর বিষয়টি জানাজানি হলে আশপাশের মানুষ দেখতে গাছের নিচে ভিড় করেন। এ সময় বাঘটি ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে।
×