ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বজ্রপাতে নারীসহ তিন জনের মৃত্যু

প্রকাশিত: ০৫:০৩, ২৭ এপ্রিল ২০১৮

বজ্রপাতে নারীসহ তিন জনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার বজ্রপাতে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। ঠাকুরগাঁও ॥ জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় বজ্রপাতে বৃহস্পতিবার সফিকুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার আমজানখোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকালু জানান, দুপুর একটার দিকে বাড়ির পাশে গরুর জন্য ঘাস কাটছিল বেউরঝাড়ী চড়ুইগাথি গ্রামের জয়নুদ্দীনের ছেলে সফিকুল ইসলাম। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে সফিকুলের শরীর ঝলসে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দিনাজপুর ॥ নবাবগঞ্জে বজ্রপাতে হাফিজুল ইসলাম ওরফে হাপু (৫২) নামে এক মধ্যবয়সীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পুটিমারা ইউনিয়নের বুজরুক হরিণা গ্রামের মৃত আব্বাস আলীর পুত্র। গ্রামবাসী জানায়, বৃহস্পতিবার দুপুরে বৃষ্টি ও বজ্রপাত চলাকালে মাঠ থেকে বাড়িতে ফেরার পথে রাস্তায় বজ্রপাতে তিনি মারা যান। জামালপুর ॥ মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নে সোনা বানু বেগম (৪৫) নামে এক নারীর বজ্রপাতে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃতের স্বজনেরা জানান, মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের খুদিয়াকান্দা গ্রামের মোরাদুজ্জামান মুরাদের স্ত্রী সোনা বানু বৃহস্পতিবার দুপুর দু’টার দিকে বাড়ির আঙ্গিনায় ঝাড়ু দিয়ে কাজ করছিলেন। এ সময় তার ওপর বজ্রাঘাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×