ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পা হারানো রোজিনার চিকিৎসায় ৯ সদস্যের মেডিকেল বোর্ড

প্রকাশিত: ২২:৩৬, ২৬ এপ্রিল ২০১৮

পা হারানো রোজিনার চিকিৎসায় ৯ সদস্যের মেডিকেল বোর্ড

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার বনানীতে বাসের চাকায় পিষ্ট হয়ে পা হারানো গৃহকর্মী রোজিনা আক্তার রোজির (২০) উন্নত চিকিৎসার জন্য নয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের অধ্যাপক ডা. মো. আবুল কালামকে প্রধান করে বৃহস্পতিবার সকালে ওই বোর্ড গঠন করা হয়। এদিকে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রাধন অধ্যাপক ডা. সাজ্জাদ খোন্দকার জানান, সকালে রোজিনার ডান পায়ের ক্ষতস্থানে ডেসিং করা হয়েছে। তার ক্ষতস্থানে দেখা গেছে, হাঁটুর উপর থেকে পা’টি বিছিন্ন হয়ে গেছে। ভবিষ্যতে কৃত্রিম পা লাগানো সম্ভব না। এছাড়া তার শরীরের অন্য কোনো আঘাত নেই। তবে তিনি মোটামুটি ভালো থাকলে তাকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। এর আগে গত ২০ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে পা হারান রোজিনা। তিনি বনানী নিকেতনের একটি বাসায় গৃহকর্মীর কাজ করেন। বুধবার (২৫ এপ্রিল) দুপুর ১টার দিকে গৃহকর্মী রোজিনাকে পঙ্গু হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। তিনি এখন ওই ইউনিটের দ্বিতীয় তলার হাই-ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন।
×