ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নান্দাইলে নারী কর্মকর্তা আটক

বীমা কোম্পানির নামে প্রতারণা ॥ টাকার দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৬:১০, ২৫ এপ্রিল ২০১৮

বীমা কোম্পানির নামে প্রতারণা ॥ টাকার দাবিতে বিক্ষোভ

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ২৪ এপ্রিল ॥ আলিসান অফিস সাজিয়ে গত ১১ মাস ধরে বীমা কোম্পানির নামে বেকার যুবক-যুবতীদের কাছ থেকে চাকরি দেয়ার নামে আদায় করে নিয়েছে প্রায় দুই কোটি টাকা। এই অবস্থায় সোমবার রাত নয়টার দিকে বীমা কোম্পানির ইনচার্জ এক নারীকে স্বামীসহ আটকিয়ে বিক্ষোভ করে চাকরি প্রার্থীরা। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় থানা চত্বরে থাকা শত শত যুবক-যুবতী বীমা কোম্পানির দায়িত্বে থাকা ওই নারীর বিচার ও জামানতের অর্থ ফেরত চেয়ে বিক্ষোভ মিছিল করে। পরে তারা গভীর রাত পর্যন্ত থানায় অবস্থান নেয়। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের নান্দাইল পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায়। মঙ্গলবার মামলার পর বীমা কোম্পানির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে আদালতে পাঠায় পুলিশ। জানা যায়, গত বছরের মার্চ মাসে নান্দাইল পৌরসদরের ওই স্থানে একটি অফিস ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করে এনআরবি গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্স নামে একটি বীমা কোম্পানি। বীমা ব্যবসা পরিচালনার জন্য তিনি নান্দাইল ছাড়াও ঈশ্বরগঞ্জ, আঠারবাড়ি, তাড়াইল ও গৌরপুর এলাকায় নান্দাইল বুথের শাখা কার্যালয় খুলেন। শাখা পরিচলনার জন্য ইনচার্জ, ইউনিট ম্যানেজার, ফিল্ড অফিসার পদে দুই শতাধিক তরুণ-তরুণীকে নিয়োগ করেন। নিয়োগকৃত বেকার যুবক-যুবতীদের কাছ থেকে ৩৬ হাজার করে টাকা জামানত হিসেবে নেয়া হয়। কিন্তু দীর্ঘদিন কাজ করতে থাকলেও তাদের বেতন ভাতা দেয়া হয়নি। এই অবস্থায় কোম্পানির ইনচার্জ গত দুই দিন আগে ওইসব যুবক-যুবতীদের চাপের মুখে সোমবার বেতন দেয়ার জন্য নির্দিষ্ট তারিখ দেন। সকাল থেকে অপেক্ষামাণ ওই সব যুবক-যুবতীরা বেতন ভাতা না পেয়ে ইনচার্জের কাছে জবাব চাইলে তিনি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এতে বিক্ষুব্ধ হয়ে উঠে আগতরা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ওই নারীসহ তার স্বামীকে উদ্ধার করে রাতে থানায় নিয়ে যায়। গভীর রাত পর্যন্ত টাকা ফেরত দেয়ার কোন খবর না পাওয়ায় বিক্ষোভকারীরা থানার ভেতরেই অবস্থান করে। পরের দিন মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের থানা চত্বরে অবস্থান করতে দেখা গেছে। থানা চত্বরে অবস্থানরত বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই নারীর নাম জহুরা আক্তার ওরফে লাকি খান।
×