ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়ি শহর পরিদর্শনে ৩৬ পৌর মেয়র

প্রকাশিত: ২৩:৪০, ২২ এপ্রিল ২০১৮

 খাগড়াছড়ি শহর পরিদর্শনে ৩৬ পৌর মেয়র

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নগর উন্নয়ন প্রকল্পের আওতায় খাগড়াছড়ি পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকা- পরিদর্শন করেছেন দেশের ৩৬ টি প্রথম শ্রেণীর পৌর মেয়র ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। আজ রবিবার সকালে খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম আগত মেয়র ও কর্মকর্তাদের নিয়ে পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকা- পরিদর্শন করান। এসময় সম্পন্ন হওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তুর উদ্বোধন করা হয়। উন্নয়ন কর্মকা- পরিদর্শন শেষে খাগড়াছড়ি পৌরসভার হলরুমে অনুষ্ঠিত হয় দিন ব্যাপী এক উন্নয়ন কর্মশালা । কর্মশালায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রকৌশলী একেএম ইব্রাহিম ও এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: শফিকুল ইসলাম আকন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় নগর উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে পরিবেশ সুরক্ষা, জলবদ্ধতা নিরসনসহ জনবান্ধন প্রকল্প নির্বাচনে মেয়রদের প্রতি আহ্বান জানানো হয়।
×