ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউতে প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচী

প্রকাশিত: ০৬:৪৫, ১০ এপ্রিল ২০১৮

বিএসএমএমইউতে প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচী

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডা. মিল্টন হলে সোমবার সকালে পরিবেশ ও পেশাগত স্বাস্থ্য গবেষণা বিষয়ে প্রশিক্ষকদের জন্য দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শর্ট কোর্স অন এনভায়রনমেন্টাল হেলথ রিসার্চ বিষয়ে তিন সামনে রেখে আয়োজিত এই প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার। দি ইউনিভার্সিটি অব শিকাগো ও আইসিডিডিআর,বির সহায়তায় এবং বিশ^বিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচীতে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান অধ্যাপক সৈয়দ শরীফুল ইসলাম। প্রশিক্ষণ কর্মসূচিতে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য, বায়ু দূষণ, কৃষিজাত মাটি দূষণ, আর্সেনিক ও পানি দূষণ, অকুপেশনাল সেফটি এন্ড হেলথ, বায়োমেকার্স এন্ড ইটস এ্যাসেসমেন্ট ইন হেলথ ইফেক্টস, পপুলেশন হেলথ সার্ভিলেন্স সিস্টেম এন্ড ইনভায়রনমেন্টাল হেলথ, ইনভায়রনমেন্টাল হেলথ সাইন্সেস ইন বাংলাদেশসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের গতিশীল অবস্থানে আছে। -বিজ্ঞপ্তি
×