ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের দুই গ্রুপের বিরোধের জেরে দুই পুলিশ লাঞ্ছিত

প্রকাশিত: ০৪:৫৪, ১০ এপ্রিল ২০১৮

আওয়ামী লীগের দুই গ্রুপের বিরোধের জেরে দুই পুলিশ লাঞ্ছিত

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৯ এপ্রিল ॥ ফরিদপুরের সালথায় গ্রামবাসীদের হাতে দুই পুলিশ লাঞ্ছিত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের খোয়ার গ্রামে এ ঘটনা ঘটে। লাঞ্ছিত ওই পুলিশ হলেন ইসরাফিল ও নিয়ামুল। এদের পাশের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ইসরাফিল সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) এবং নিয়ামুল ওই থানার কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন। জানা গেছে, গট্টি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গট্টি গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুর মতিন বাদশার সঙ্গে একই গ্রামের বাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওদুদ মাতুব্বরের বিরোধ চলে আসছিল। গট্টির পাশে আটঘর ইউনিয়নের খোয়ার গ্রামে ওদুদের কিছু সমর্থক রয়েছেন। এ বিরোধের জেরে কিছুদিন আগে গট্টির ভাবুকদিয়া গ্রামে গিয়ে ফজলুল মতিনের সমর্থকদের হাতে খোয়ার গ্রামের কয়েকজন বাসিন্দা যারা ওদুদ এর সমর্থক প্রহৃত হন। সোমবার দুপুর সোয়া ১২টার দিকে ভাবুকদিয়া গ্রামের ভ্যানচালক ফজলুর মতিনের সমর্থক নাসির কাজী পেয়াজ আনতে ভ্যান নিয়ে খোয়ার গ্রামে যায়। ফেরার পথে ওদুদের সমর্থক রাশেদসহ কয়েকজন ওই ভ্যানচালককে মারপিট করে আটকে রেখে। খবর পেয়ে সালথা থানার এসআই ইসরাফিল ও কনস্টেবল নিয়ামুল একটি মোটরসাইকেলে করে খোয়ার গ্রামে গিয়ে আহত ভ্যানচালক নাসিরকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পুলিশ আহত ওই ভ্যানচালকের ভ্যান ও পেয়াজ উদ্ধার করতে গেলে ওদুদের সমর্থকদের দ্বারা আক্রান্ত হয়ে লাঞ্ছিত হন। পরে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ওই দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
×