ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাদুঘরে রাখা হবে...

প্রকাশিত: ০৪:০৫, ৩ এপ্রিল ২০১৮

জাদুঘরে রাখা হবে...

বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের চেয়ার ও সরঞ্জামাদী রাখা হবে জাদুঘরে। হুইলচেয়ারের ব্যাটারি একবার চার্জ দেয়া হলে ২০ মাইল পর্যন্ত চলতে পারত। ঘণ্টায় যার গতিবেগ আট মাইল। সুইডেনের তৈরি অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত হুইলচেয়ারে চেপেই কেমব্রিজ দাপিয়ে বেড়াতেন হকিং। লন্ডনের বিজ্ঞান জাদুঘরসহ বেশ কয়েকটি জাদুঘর ইতোমধ্যে হুইলচেয়ারটি সংরক্ষণের প্রস্তাব দিয়েছে। -ডেইলি মেইল। গানে মুগ্ধ উন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার স্ত্রীকে নিয়ে দক্ষিণ কোরিয়ার পপ তারকাদের একটি অনুষ্ঠান উপভোগ করেছেন। অনুষ্ঠানে তিনি হাততালি দিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। এমনকি মঞ্চের পেছনে গিয়ে পপ তারকাদের সঙ্গে কথা বলেছেন ও ছবি তুলেছেন। দক্ষিণ কোরিয়ার সরকারী সংবাদ সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, এই প্রথম উত্তর কোরিয়ার নেতা কোন দক্ষিণ কোরিয়ার সাংস্কৃতিক দলের পরিবেশনা উপভোগ করেন। -এএফপি।
×