ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সফল উদ্যোক্তারা নিজেদের সাফল্যের গল্প শোনালেন

প্রকাশিত: ০৫:৩৭, ৩১ মার্চ ২০১৮

সফল উদ্যোক্তারা নিজেদের সাফল্যের গল্প শোনালেন

স্টাফ রিপোর্টার ॥ উদ্যোক্তা তৈরির উদ্যোগ ‘নিজের বলার মতো একটা গল্পের’ প্রথমভাগের কাজ শেষ হয়েছে। শুক্রবার বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ-তরুণীর হাতে সার্টিফিকেট প্রদানের মাধ্যমে এ কার্যক্রম শেষ হয়। অপটিম্যাক্স কমিউনিকেশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান উদ্যোক্তা হতে আগ্রহী এমন ব্যক্তিদের নিয়ে ৯০ দিনব্যাপী অনলাইনভিত্তিক এ কর্মশালার আয়োজন করে। সমাপনী অনুষ্ঠানে সাফল্য লাভ করেছেন এমন তরুণ উদ্যোক্তারা আগামীর তরুণ উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ ও দিক নির্দেশনা দেন। অনুষ্ঠানে উদ্যোক্তা হওয়ার বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে বক্তব্য দেন ফোর্বস ম্যাগাজিনে শীর্ষ ৩০ তরুণ সামাজিক উদ্যোক্তার একজন হিসেবে স্বীকৃতি পাওয়া আয়মান সাদিক। বক্তব্য রাখেন অপটিম্যাক্স কমিউনিকেশন লিমিটেডের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার, আমরা নেটওয়ার্কস লিমিটেডের কমিউনিকেশন্স বিভাগের প্রধান সুলায়মান সুখন, আমরাই বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা আরিফ আর হোসেন, ডন সামদানির প্রধান গোলাম সামদানি, সফল তরুণ উদ্যোক্তা ওসামা বিন নূর প্রমুখ। কর্মশালার উদ্যোক্তা ইকবাল বাহার জানান, সারা বাংলাদেশে অর্থাৎ ৬৪ জেলা থেকে ১৬৪ জনের অংশগ্রহণ এবং অংশগ্রহণকারীদের মধ্যে মফস্বলে থাকেন এমন তরুণ-তরুণীদের প্রাধান্য দেয়া হয়েছে। এই পুরো কার্যক্রমটি করা হয়েছে বিনামূল্যে। শিক্ষার্থী উদ্যোক্তাদের কাছ থেকে কোন ফি নেয়া হয়নি। কর্মশালা শুরু হয় গত ১ জানুয়ারি। এই ৯০ দিনে নতুন উদ্যোক্তারা তাদের কার্যক্রম কিভাবে পরিচালনা করবে, ব্যবসা পরিচালন, পরিবেশন ও প্রকাশ বিষয়ে দিক নির্দেশনা দেয়া হয়। একই সঙ্গে নিজেকে উদ্যোক্তা হয়ে উঠার প্রতিটি পদক্ষেপ কিভাবে পেরুবে তার প্রশিক্ষণও দেয়া হয়।
×