ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মিসরে জেনারেল সিসি প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত

প্রকাশিত: ০৫:৪৫, ৩০ মার্চ ২০১৮

 মিসরে জেনারেল সিসি প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত

মিসরের প্রেসিডেন্ট পদে আবদেল ফাত্তাহ আল সিসি দ্বিতীয় মেয়াদের জন্য পুুনর্নির্বাচিত হয়েছেন। সে দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার নির্বাচনের প্রাথমিক ফল ঘোষণা করে। এই তথ্য সূত্র অনুযায়ী আরও জানা গেছে যে, ক্ষমতাসীন প্রেসিডেন্ট ৯২ শতাংশ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন।-এএফপি। মিসরে তিন দিনব্যাপী ভোট গ্রহণ বুধবার শেষ হয়েছে। এতে দেখা যায়, প্রায় ৬ কোটি তালিকাভুক্ত ভোটারের মধ্যে দুই কোটি ৩০ লাখের মতো ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এদিকে প্রেসিডেন্ট সিসির এই দ্বিতীয়বারের মতো দায়িত্ব গ্রহণ নিয়ে রাজনীতি বিশ্লেষকদের মধ্যে নানা ধরনের মতামত প্রতিফলিত হচ্ছে। সেনাপ্রধান হিসেবে সাবেক প্রেসিডেন্ট মুরসিকে উৎখাত করার পর নিরাপত্তা নিশ্চিতের নাম করে হাজার হাজার মানুষের মৃত্যু ও বহু মানুষের আটক ও নির্যাতনের ঘটনায় সিসির প্রথম মেয়াদে শাসনে মিসরের মানুষ দারুণ আতঙ্কগ্রস্ত অবস্থায় ছিল। এ ছাড়াও মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ ও সংবাদ মাধ্যমে কঠোর বিধিনিষেধ আরোপ করায় সমগ্র মিসর কার্যত অবরুদ্ধ। বিগত নির্বাচনে তার নিরুদ্ধে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য যারা আগ্রহী ছিল তাদেরকে হুমকি প্রদান ও ভীতি প্রদর্শনের খবরও বিভিন্ন মাধ্যম সূত্রে জানা গেছে। তাই এবারের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা থাকার বিষয় নিয়ে মিসরীয় জনগণের মধ্যে এ বিষয়টি আরও দৃঢ় হলো যে, দমবন্ধকর এই পরিস্থিতি আরও দীর্ঘতর হলো। এদিকে দেশের মধ্যে ঘাঁপটি মেরে থাকা ইসলামী চরমপন্থী ও বিরুদ্ধবাদীরা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। সিনাই উপত্যকায় জঙ্গীদের চোরাগোপ্তা হামলায় সম্প্রতি বেশ কিছু সেনা সদস্য হতাহত হওয়ায় এই আশঙ্কা আরও দৃঢ় হচ্ছে। তাই আগামী দিনে প্রেসিডেন্ট সিসির চলার পথ খুব একটা মসৃণ হবে না বলে অনেকের ধারণা।
×