ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা দিবসে বড় নাশকতার ছক কষেছিল সাগর ও নিলয়

প্রকাশিত: ০৮:১৭, ২৬ মার্চ ২০১৮

স্বাধীনতা দিবসে বড় নাশকতার ছক কষেছিল সাগর ও নিলয়

শংকর কুমার দে ॥ জঙ্গী সংগঠন নব্য জেএমবি ২৬ মার্চ স্বাধীনতা দিবসে কোন গুরুত্বপূর্ণ স্থানে ভিআইপিদের ওপর বোমা হামলা চালিয়ে বিস্ফোরণ ঘটিয়ে বড় ধরনের নাশকতার হামলার চক্রান্ত করেছিল। ভারতের মাটিতে বসে এই নাশকতার চক্রান্ত করে আকরাম হোসেন নিলয়। এজন্য ভারত থেকে নিলয় বগুড়ায় এসে সেখানে অবস্থারত হাদিসুর রহমান সাগরের সঙ্গে গোপন বৈঠক করে স্বাধীনতা দিবসে নাশকতার ছক কষে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে ঢাকায় আদালত থেকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে এ ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে তদন্তকারী সংস্থা পুলিশের কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গুলশান হলি আর্টিজানে জঙ্গী হামলার পরিকল্পনাকারীদের অন্যতম এই দুই জনের নেতৃত্বেই অস্ত্র ও বিস্ফোরক সরবারহ এবং অর্থ যোগান আসে। গত বছর ১৫ আগস্টের আগে হোটেলে ওলিওতে আত্মঘাতী হয়ে সাইফুল নিহত হওয়ার পর ভারত চলে যায় নিলয়। এক তদন্ত কর্মকর্তা জানান, সাগরকে গুলশান হামলার ঘটনায় রিমান্ডে নেয়া হয়েছে সাত দিন। নিলয়কে পান্থপথে হোটেল ওলিওতে বিস্ফোরণের ঘটনায় ছয় দিনের রিমান্ডে নেয়া হয়। রবিবার ছিল রিমান্ডের তৃতীয় দিন। নব্য জেএমবির দুই শীর্ষ জঙ্গী রিমান্ডে অনেক তথ্য দিয়েছে। তারা যেসব তথ্য দিচ্ছে এগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
×