ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সাত-সতেরো আর ছাব্বিশের ছড়া

প্রকাশিত: ০৫:৩৩, ২৪ মার্চ ২০১৮

সাত-সতেরো আর ছাব্বিশের ছড়া

রবিউল হুসাইন ভাষার মাস ফেব্রুয়ারী সেই মাসেরই একুশেতে বাংলা ভাষা রাষ্ট্রভাষা অমল ধবল বিষণœতার প্রভাতে রক্ত দিয়ে প্রাণ ঝরালো বাঙালী পেলো মায়ের বুলি স্বাধীনতার মূল উৎসকে তাই কিছুতেই না ভুলি জয়ের মাসেই এরপরে সেই ঐশী বাণী সাতই মার্চে মুজিবের ডাক শুনে সব ঝাঁপিয়ে পড়ে দূরে কাছে আবার এ মাসে সতেরোই মার্চ জাতির পিতার জন্মদিন বঙ্গবন্ধু আপামর বাঙালী-বাংলার নয়ন মণি অমলিন যখন অবিস্মরণীয় মুক্তিযুদ্ধ দামাল ছেলে করলো শুরু এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম চন্দন অগুরু তবে সবকিছু ছাড়িয়ে মার্চের ছাব্বিশে অবিনশ্বর অনন্যা স্বাধীনতার অর্জন হাজার বছর পরে এক স্বপ্নের ঘটনা বীল বাঙালি জয়ী হলো শত্রু শেষে রক্তক্ষয়ী যুদ্ধ করে পাকিস্তানী নরাধম হলো পরাজিত বহু ক্ষতির পরে চিরতরে বাংলাদেশ বঙ্গবন্ধু বাঙালীর বাঙালিত্ব মুক্তিযোদ্ধা তাদের প্রতি জানাই সবাই আজ বুক ভরা পরম শ্রদ্ধা শেখ মুজিবুর নাম আ.ফ.ম. মোদাচ্ছের আলী একটি ছেলে জন্ম নিলো টুঙ্গিপাড়ার কোলে মায়ায় ভরা মুখখানি তাঁর মায়ের হৃদয় দোলে। দিনে দিনে সেই ছেলেটি বড় হয়ে ওঠে অধিকারটা বোঝে ভালো পায় না তো ভয় মোটে। বজ্রকণ্ঠ সেই ছেলেটির তর্জনির ঐ গর্জনে বীর বাঙালি উঠে জেগে পাকিস্তানকে বর্জনে। সেই ছেলেটি লড়াই করে দেশের নেতা হয় শেখ মুজিবুর নামটি জানো মুছে যাবার নয়। . ভাসছে বাঁশির সুর ব্রত রায় সকালবেলায় ঘুম ভেঙ্গে শুনি পাখি গায় সুমধুর কী গান জানো কি? পাখিরা গাইছে, মুজিবুর মুজিবুর! নদীটির কাছে জানতে চেয়েছি যাবে তুমি কতদূর? নদীর ঢেউয়ের কলতানে শুনি, মুজিবুর মুজিবুর! হাওয়ায় হাওয়ায় দূর থেকে যেন ভাসছে বাঁশির সুর সেই সুরে আমি শুনি যে কেবল মুজিবুর মুজিবুর! অবাক হলাম। ভাবলাম। ভেবে এইটুকু বুঝলাম হাওয়া-নদী-পাখি সকলেই জানে শেখ মুজিবের নাম! . মুজিবের কথা বলছে সৈয়দ মাসুদ হোসেন কোনো একটা শব্দ আসছে কোনো একটা ধ্বনি, তাঁকে খুঁজতে এসে দেখি কেউ নেই শুধু তাঁর বজ্রকণ্ঠ শুনি। এদিক সেদিক খুঁজে বেড়াই, দাঁড়াই সিঁড়ির কাছে, শব্দেরা যেন পাশাপাশি বসে মুজিবের কথা বলছে।
×