স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বাড্ডায় একটি বিপণি বিতানের মধ্যে এক যুবক বোমা রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে তা ধ্বংস করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর ১২টার দিকে গুলশান-বাড্ডা লিংক রোডে গুদারাঘাট এলাকার ফুট ওভারব্রিজের নিচে তানহা প্লাজার সিঁড়িতে এক যুবক একটি ব্যাগ রেখে বলে এতে বোমা আছে বলেই দ্রুত কেটে পড়েন। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মাকের্টের ব্যবসায়ীরা পুলিশকে খবর দেয়। বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, বোমা আতঙ্কের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। প্রথমে ধারণা করা হয়েছিল। কেউ শুধু তামাশা করেছে। কিন্তু সন্দেহ হওয়ায় ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয় দলের সদস্যদের খবর দেয়া হয়। পরে তারা এসে দীর্ঘক্ষণ পরীক্ষার পর নিশ্চিত হয়, সেখানে আইইডি আছে। বিকেল ৫টার দিকে পৃথক পৃথকভাবে এই দুটি আইইডির বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। পরিদর্শক নজরুল জানান, বোমার ব্যাগটি যে রেখে গেছে, তাকে শনাক্তে সেখানকার সিসি ক্যামেরায় ফুটেজ পর্যবেক্ষণ করা হবে।
বিপণি বিতানে বোমা রেখে পালিয়ে গেল যুবক
প্রকাশিত: ০৫:৫৪, ২০ মার্চ ২০১৮
আরো পড়ুন