ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আশুগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বাউল শিল্পী নিহত

প্রকাশিত: ০৬:১৮, ১১ মার্চ ২০১৮

আশুগঞ্জে দুর্বৃত্তদের  ছুরিকাঘাতে  বাউল শিল্পী  নিহত

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুল কুদ্দুস (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কুদ্দুস মিয়া জেলার সরাইল উপজেলার বিটঘর এলাকার শাহিদ মিয়ার ছেলে। সে আশুগঞ্জের খড়িয়ালায় রাইস মিলে কাজ করত এবং বাউল শিল্পী হিসেবে বিভিন্ন গানের আসরে গান গাইত। এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে দুর্গাপুর ইউনিয়নের তাজপুর গ্রামে একটি গানের আসর থেকে গান শুনে কুদ্দুস মিয়া বাড়িতে ফেরার পথে কামাউড়া এলাকার আল্লাহর দান রাইস মিলের সামনে এলে কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
×