ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শক্তি প্রদর্শনের মহড়া

২৪ মার্চ রাজধানীতে জাতীয় পার্টির মহাসমাবেশ

প্রকাশিত: ০৪:৩৮, ১১ মার্চ ২০১৮

২৪ মার্চ রাজধানীতে জাতীয় পার্টির মহাসমাবেশ

রাজন ভট্টাচার্য ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক শক্তি জানান দিতেই ২৪ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহা-সমাবেশ করবে বিরোধী দল জাতীয় পার্টি। এই সমাবেশের মধ্য দিয়ে রাজনীতিতে নিজেদের অবস্থান তুলে ধরতে চায় দলটি। পাশাপাশি বড় রাজনৈতিক দলগুলোর কাছে নিজেদের কদর বাড়াতে চায়। নির্বাচনে যে জোটেই জাপা যাক, সেখানেই আসন ভাগাভাগির ক্ষেত্রে যেন লাভবান হতে পারে। তাই কর্মসূচী সফল করতে ৭৬টি সাংগঠনিক কমিটিকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে দলের পক্ষ থেকে। পাশাপাশি মহা-সমাবেশে নির্বাচনের জাপার ভূমিকাও স্পষ্ট করতে পারেন বারবার মত পাল্টানো নেতা হুসেইন মুহম্মদ এরশাদ। দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় পার্টি ‘সম্মিলিত জাতীয় জোট’কে নিয়ে নির্বাচনে অংশ নিতে চায়। এ কথাই বারবার বলে আসছেন দল প্রধান এরশাদ। এজন্য ৩০০ আসনে প্রার্থীও চূড়ান্ত করেছে দলটি। মহা-সমাবেশে ঢাকার গুরুত্বপূর্ণ আসনগুলোতে দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কবে নাগাদ নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে, ইশতেহারে কি থাকবে এরকম ইঙ্গিত দেয়ারও কথা রয়েছে। মোটকথা তরুণ প্রজন্মের ভোটারদের নিজেদের পক্ষে আনার লক্ষেই ইশতেহারে নানা বিষয় যুক্ত করা হচ্ছে বলে জানা গেছে। দলটির শীর্ষ নেতারা জানিয়েছেন, জাপার লক্ষ্য আগামী নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা। তাই এককভাবে নির্বাচনের কথা চিন্তা করা হচ্ছে। তবে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। রাজনৈতিক বাস্তবতায় যে কোন সময় সিদ্ধান্তের পরিবর্তন আসতে পারে বলেও জানিয়েছেন অনেক নেতা। এদিকে নির্বাচনী প্রচারের লক্ষ্যে পার্টি চেয়ারম্যানের নেতৃত্বে সারাদেশে রোড মার্চ এবং লঞ্চ মার্চ পরিচালনা করা হবে এমন কর্মসূচীও ঘোষণা করা হতে পারে মহা-সমাবেশ থেকে। জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার জানান, তারা পুরো মাত্রায় নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন। ৩০০ আসনেই প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচনের আগে বিভাগীয় ও জেলা পর্যায় জনসভার আয়োজন করবেন। পার্টি চেয়ারম্যান এসব জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনে এলে জাতীয় পার্টি মহাজোটের সঙ্গে নির্বাচন করবে। তবে তারা নির্বাচনে অংশ না নিলে জাতীয় পার্টি আলাদা নির্বাচন করবে। সবকিছু নির্ভর করবে রাজনৈতিক বাস্তবতার ওপর। তবে আমাদের মহা-সমাবেশ হবে নির্বাচনের টার্নিং পয়েন্ট। জাতীয় পার্টিকে মানুষ ভালবাসে, আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমরা ক্ষমতায় আসব মহা-সমাবেশ তা প্রমাণ করবে। কারণ সারাদেশ থেকে এই কর্মসূচীকে কেন্দ্র করে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। বিপুল উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে নেতাকর্মীদের মধ্যে। এই কর্মসূচীতে আমাদের চেয়ারম্যান গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত ও দিন নির্দেশনা তুলে ধরবেন। যা দেশের রাজনৈতিক হিসাব নিকাশ বদলে দিতে পারে। আগামী ২৪ মার্চ রাজধানী ঢাকা লোকে লোকারণ্য, জনসমুদ্র হবে বলে আশাবাদ ব্যক্ত করে জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, ‘নগরীর অলিগলি থাকবে এরশাদ সৈনিকদের দখলে। লাঙলের সমর্থনে অনুষ্ঠিত হবে স্মরণকালের মহাসমাবেশ। বাবলা বলেন, ‘বিগত ২৮ বছর ধরে গণতন্ত্রের দোহাই দিয়ে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেনি। বরং মানুষের জানমালের নিরাপত্তা নেই। দেশে শান্তি নেই, মানুষের মুখে হাসি নেই। তাই মানুষ এখন দিনবদলের অপেক্ষায় রয়েছে। তারা এই অবস্থার পরির্তন চায়।তিনি বলেন, পল্লী বন্ধু এরশাদ রাষ্ট্র ক্ষমতায় গিয়ে মানুষের দিনবদল করবে। আগামী ২৪ মার্চ মহা-সমাবেশের মহাসমুদ্র দিনবদলের যাত্রা শুরু করবে। এই যাত্রাপথের নেতৃত্বে দেবেন হুসেইন মুহম্মদ এরশাদ।
×