স্পোর্টস রিপোর্টার ॥ ডুনেডিনে ব্যাট হাতে চার-ছক্কার ফুলঝুরি ছোটালেন রস টেইলর। আজ ৩৪-এ পা রাখবেন, একদিন আগেই জন্মদিনটাকে রাঙিয়ে দিলেন অভিজ্ঞ কিউই ব্যাটসম্যান। খেললেন অপরাজিত ১৮১ রানের অনন্য এক ইনিংস। সৌজন্যে চতুর্থ ওয়ানডেতে ইংল্যান্ডের ছুড়ে দেয়া ৩৩৫ রানের চ্যালেঞ্জ টপকে তার দল নিউজিল্যান্ড পেল ৫ উইকেটের অসাধারণ জয়। পিছিয়ে পড়েও পাঁচ ওয়ানডের সিরিজে ২-২এ সমতায় ফিরল কেন উইলিয়ামসনের দল। জনি বেয়ারস্টো (১৩৮) ও জো রুটের (১০২) জোড়া সেঞ্চুরিতে ৯ উইকেটে রানের পাহাড়গড়া ইংলিশরা কি ভেবেছিল এই ম্যাচে হারতে হবে তাদের? অভাবনীয় সেই কীর্তির পথে টেইলরকে যোগ্য সঙ্গ দিয়েছেন টম লাথাম (৭১) ও অধিনায়ক উইলিয়ামসন (৪৫)। টেইলরের ১৮১* সফল রান চেজ করতে গিয়ে ওয়ানডে ইতিহাসের চতুর্থ ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।
ওয়ানডেতে রান তাড়ায় ব্যক্তিগত সর্বোচ্চ ১৮৫* রানের রেকর্ডটা শেন ওয়াটসনের, ২০১১ সালে ঢাকায় ওই ম্যারাথন সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সাবেক অস্ট্রেলীয় ওপেনার। অল্পের জন্য এদিন টেলর সেই রেকর্ডটা নিজের করতে পারেননি। কারণ ইংলিশ পেসার টম কুরানের করা শেষ ওভারের প্রথম দুই বলে সতীর্থ হেনরি নিকোলাস কোন রান নিতে না পারলেও নিউজিল্যান্ডকে জিতিয়েছেন তৃতীয় বলে ছক্কা মেরে। টেইলর আজ পা দেবেন ৩৪-এ। তার আগে ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা ইনিংসটা হয়ে থাকবে নিজেকে দেয়া অনন্য উপহার। জন্মদিন এলেই বুঝি জ্বলে ওঠে টেইলরের ব্যাট। এর আগে ২০১১ সালে ১৩১ রানের ইনিংস খেলে রাঙিয়েছিলেন জন্মদিন। আর এবার ৬ ছক্কা ও ১৭ বাউন্ডারিতে ১৪৭ বলে খেলা এই মহাকাব্যিক ইনিংসের এক-তৃতীয়াংশ সময়ই তিনি খুঁড়িয়েছেন। চোট পেয়েছিলেন পায়ে। কিন্তু চোট নিয়েই রান তাড়া করে জয়ে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানের ইনিংসটা খেললেন টেলর।
রান তাড়ায় নিউজিল্যান্ডের হয়ে আগের সর্বোচ্চ রানের ইনিংসটা ছিল ওপেনার মার্টিন গাপটিলের (১৮০*), গত বছর হ্যামিল্টনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ডুনেডিনের ইউনিভার্সিটি ওভালে এদিন ক্যারিয়ারের ১৯তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেয়ার পথে টেইলর দারুণ এক কীর্তিও গড়েছেন। ওয়ানডেতে চারে ব্যাটিংয়ে নেমে তার সেঞ্চুরিসংখ্যাই সর্বোচ্চ (১৭)। তবে চার নম্বরে সর্বোচ্চ ১৮৯ রানের ইনিংসটা ভিভ রিচার্ডসের। টেইলর যেখানে দ্বিতীয়। ওয়ানডেতে ন্যূনতম ৩৩৬ রান তাড়া করে জয়ের এটা নবম নজির। ভারতের সমান তিনবার করে এই রান কিংবা তার বেশি তাড়া করে জিতল কিউরা। অথচ তাদের শুরুটা তেমন আশা জাগানিয়া ছিল না। দ্বিতীয় ওভারের প্রথম বলেই ওপেনার কলিন মুনরো (০) ফিরে যান দলের স্কোরবোর্ডে কোন রান তোলার আগেই। তৃতীয় ওভারে গাপটিলও (০)। নিউজিল্যান্ডের স্কোর তখন ২/২।
তৃতীয় উইকেটে ৮৪ রানের জুটিতে বিপর্যয় সামলান উইলিয়ামসন-টেলর। তবে চতুর্থ উইকেটে নিউজিল্যান্ড জয়ের পথে ফেরে । ১৫৫ বলে ১৮৭ রানের জুটি গড়েন টম লাথাম ও টেলর। শেষদিকে কলিন ডি গ্র্যান্ডহোম (১২ বলে ২৩) ও হেনরি নিকোলসের (১২ বলে ১৩) ছোট ইনিংস দুটিও ছিল বেশ কার্যকর। শনিবার ক্রাইস্টচার্চে সিরিজ নির্ধারণী পঞ্চম ও শেষ ওয়ানডে।
স্কোর ॥ ইংল্যান্ড ॥ ৩৩৫/৯ (৫০ ওভার; রয় ৪২, বেয়ারস্টো ১৩৮, রুট ১০২, মরগান ৫, মঈন ৩, ওকস ৩, রশিদ ১১, কুরান ২২*, উড ৩*; সাউদি ১/৮৭, বোল্ট ২/৫৬, সোধি ৪/৫৮, মুনরো ২/৫৩)।
নিউজিল্যান্ড ॥ ৩৩৯/৫ (৪৯.৩ ওভার; গাপটিল ০, মুনরো ০, উইলিয়ামসন ৪৫, টেইলর ১৮১*, লাথাম ৭১, ডি গ্র্যান্ডহোম ২৩, নিকোলস ১৩*; ওকস ১/৪২, উড ১/৬৫, কুরান ২/৫৭, স্টোকস ১/৪৫)।
ফল ॥ নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী।
ম্যাচসেরা ॥ রস টেইলর (নিউজিল্যান্ড)।
সিরিজ ॥ পাঁচ ওয়ানডে ২-২তে চলমান।