ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সবচেয়ে বড় আইফোন

প্রকাশিত: ০৬:০০, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

সবচেয়ে বড় আইফোন

চলতি বছরের শেষভাগে নতুন তিন স্মার্টফোন উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট এ্যাপল। এর মধ্যে একটি আইফোন হয় তো সবচেয়ে বড় আইফোনের তকমা লাগাবে। এর ডিসপ্লে হবে এ্যাপলের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্যামসাংয়ের সর্বশেষ ফ্ল্যাগশিপ ফোনের চাইতে বড়। নতুন তিন আইফোনের মধ্যে একটি হবে বর্তমান আইফোন এক্স-এর সমান আকারের। আইফোন এক্স-এর কিছু মূল ফিচার যোগ করে এটি আইফোন এক্স-এর চেয়ে কিছু কম দামে ছাড়া হবে। বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির তথ্যমতে ২০১৭ সালে বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারে বিক্রি ০.১ শতাংশ কমে যায়। বাজারের দুই শীর্ষ প্রতিষ্ঠান এ্যাপল আর স্যামসাংয়ের চালান বেড়েছে মাত্র ১.৯ আর ০.২ শতাংশ। বর্তমানে স্মার্টফোন বাজার ডিভাইসে পরিপূর্ণ। এমন অবস্থায় গ্রাহকদের আকৃষ্ট করতে স্মার্টফোন প্রতিষ্ঠানগুলো যখন নতুন নতুন ফিচার আনতে যখন জোর চেষ্টা চালাচ্ছে, ঠিক সে সময় কয়েক বছর আগে স্মার্টফোনের পর্দার আকার নিয়ে থাকা লড়াই নতুন করে উস্কে দিতে পারে এই আইফোনগুলো। -ব্লুমবার্গ নিউজ
×