ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জাবি শিক্ষক সমিতির নির্বাচন ॥ সভাপতি নূরুল আলম, সম্পাদক বশির

প্রকাশিত: ০৪:৩৬, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

জাবি শিক্ষক সমিতির নির্বাচন ॥ সভাপতি নূরুল আলম, সম্পাদক বশির

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ নূরুল আলম সভাপতি এবং সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার সকাল নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মোট ৫১৯ শিক্ষক ভোট প্রদান করেন। এরপর ভোট গণনা শেষে সন্ধ্যা সাতটায় প্রধান নির্বাচন কমিশনার ড. একেএম আবুল কালাম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। অন্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি পদে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা আখতার, কোষাধ্যক্ষ পদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ নুহু আলম, যুগ্ম সম্পাদক পদে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আওলাদ হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে নির্বাচিত ১০ জন হলেন- ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক লাইজু নাসরীন, আইবিএজেইউ এর অধ্যাপক মোতাহার হোসেন, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈয়দ ফাহ্লিজা বেগম, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ এজহারুল ইসলাম, লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মু. সায়েদুর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুল মান্নান, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মোঃ শাহেদুর রশিদ, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান এবং গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাব্বির আলম।
×