ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পূর্ব ঘৌটায় প্রতিদিন ৫ ঘণ্টা যুদ্ধবিরতির ঘোষণা

প্রকাশিত: ১৯:৫০, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

পূর্ব ঘৌটায় প্রতিদিন ৫ ঘণ্টা যুদ্ধবিরতির ঘোষণা

অনলাইন ডেস্ক ॥ সিরিয়ার পূর্ব ঘৌটা থেকে যাতে লোকজন নিরাপদে বেরিয়ে যেতে পারেন, সেই সুযোগ তৈরি করতে প্রতিদিন পাঁচ ঘণ্টার জন্য মানবিক যুদ্ধবিরতি কার্যকরের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু পুতিনের এ আদেশের কথা জানিয়ে এক ঘোষণায় বলেছেন, প্রতিদিন স্থানীয় সময় সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত যুদ্ধবিরতি চলবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ৩০ দিনের যুদ্ধবিরতির আহ্বানে সর্বসম্মতিতে একটি প্রস্তাব পাস হওয়ার পর রাশিয়া এমন সিদ্ধান্ত নিল। রাশিয়া মানবিক যুদ্ধবিরতির কথা বললেও সিরিয়া সরকার কিংবা তাদের অন্যান্য মিত্র বাহিনী ৫ ঘণ্টার এ যুদ্ধবিরতি মেনে চলতে রাজি হয়েছে কিনা বলা হয়নি। মঙ্গলবার থেকেই এ যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা রয়েছে। আর বিরতির এ সময়ে বেসামরিক নাগরিকদের নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দিতে মানবাধিকার করিডরও স্থাপন করা হবে। সিরিয়ার সরকারি বাহিনী তাদের রুশ মিত্রদের সহায়তায় গত এক সপ্তাহের বেশি সময় ধরে রাজধানী দামেস্কের কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব ঘৌটায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেন, পূর্ব ঘৌটা আর অপেক্ষা করতে পারছে না। পৃথিবীর ওপর এই জাহান্নামকে বন্ধ করার এটিই সঠিক সময়। তিনি জাতিসংঘের মানবাধিকার পরিষদের কাছে সেখানে যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
×