ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গানে গানে ভাষা শহীদদের স্মরণ

প্রকাশিত: ০৪:২৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

গানে গানে ভাষা শহীদদের স্মরণ

সংস্কৃতি ডেস্ক ॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসে বিকেলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রি ও ঝুমা খন্দকারের দেশাত্মবোধক গান ভিন্ন এক মাত্রা এনে দেয়। এ ছাড়া নেপালের কণ্ঠশিল্পী কিশোর কুমার শর্মা সেধাই ত্রয়ী নেপালী সঙ্গীত পরিবেশনায় সবাই মুগ্ধ হয়। অনুষ্ঠানে নেপাল ভাষা পরিষদের কবিগণ নেপালের বিভিন্ন ভাষায় কবিতা আবৃতি করেন। নেপালের রাষ্ট্রদূত মিজ্ মাশফী বিন্তে শাম্সের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়ে। এর আগে সকালে প্রভাত ফেরি হয়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দূতাবাসে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদ খান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করা হয়। সংসদ সদস্য এইচ এন আশেকুর রহমান দিবসটির বিশেষ তাৎপর্য সম্পর্কে বক্তব্য রাখেন। দুপুরে ‘মাতৃভাষা সুরক্ষা ও উন্নয়ন’ বিষয়ে একটি বিশেষ সেমিনার হয়।
×